আন্তর্জাতিক হকি ফেডারেশন আয়োজিত ‘প্লেয়ার অফ দি ইয়ার’-এ মনোনীত হল ভারতীয় পুরুষ হকি দলের অধিনায়ক মনপ্রিত সিং। বিবেক প্রসাদ ও লালরেমসিয়ামি-ও জায়গা করে নিল সেই তালিকায়।ভারতের হয়ে ২৪২ টি ম্যাচ খেলেছেন মনপ্রিত। এছাড়াও ২০২০ অলিম্পিকে ভারতকে জায়গা করে দেওয়ার পিছনে তার অবদান ছিল অনেক। প্রায় হেরে যেতে বসা ম্যাচ কে, জয়ের ধারায় ফিরিয়ে এনেছিলেন এই খেলোয়াড়। মনপ্রিতের পাশাপশি এই সম্মানের জন্য প্রতিযোগিতায় রয়েছে অস্ট্রেলিয়ো জুটি এডি অকেন্ডেন ও আরান জালুস্কি, বেলজিয়ান ডিফেন্ডার আর্থার ভ্যান ডরেন, বেলজিয়ান মিড-ফিল্ডার ভিক্টর ওয়্যাগনেস ও আর্জেন্টাইন তারকা লুকাস ভিলা।
২০১৮ সালে আর্জেন্টিনার মাটিতে যুব অলিম্পিক্স-এ ভারত কে রুপো এনে দেওয়া ও এফআইএইচ ফাইনাল্সে ‘বেস্ট ইয়াং প্লেয়ার’ হওয়ার ফলে, এই সম্মানে মনোনীত করা হয় ভারতের ১৯ বছরের তরুণ খেলোয়াড় বিবেক প্রসাদ-কে। এছাড়াও ২০১৮ সালে এশিয়ান গেমসে রুপো জেতা ভারতীয় দলের সদস্য লালরেমসিয়ামি-কে ও মনোনীত করা হয় আন্তর্জাতিক হকি ফেডারেশনের তরফ থেকে। আগামি বছর ১৭ই জানুযারি অবধি চলবে নির্বাচন পর্ব। ফেব্রুয়ারি মাসে গিয়ে প্রকাশ করা হবে ফলাফল। তবে এই ভোটের লড়াইয়ে যে এগিয়ে থাকছে মনপ্রিত সিং তা আন্দাজ করাই যায়।