Manosi Sengupta: মা হলেন জনপ্রিয় অভিনেত্রী মানসী সেনগুপ্ত, কোল আলো করে এলো সন্তান

মা হলেন জনপ্রিয় অভিনেত্রী মানসী সেনগুপ্ত। পূত্রসন্তানের জন্ম দিলেন তিনি। তবে এটাই প্রথমবার তাঁর মাতৃত্ব উদযাপন নয়। এর আগেও মা হয়েছেন তিনি। বছর সাতেকের এক কন্যাসন্তান রয়েছে তাঁর। সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই মা মেয়ের ছবি একসাথে দেখা যায়। এবার তাঁর কোল আলো করে এলো ছেলে।

 

হাইলাইটসঃ
১। মা হলেন জনপ্রিয় অভিনেত্রী মানসী সেনগুপ্ত
২। পূত্রসন্তানের জন্ম দিলেন তিনি
৩। বছর সাতেকের এক কন্যাসন্তান রয়েছে তাঁর

 

বাংলা টেলিভিশনে দীর্ঘদিন কাজ করেছেন মানসী। বিভিন্ন সময়ে নানা চরিত্রে দেখা গেছে তাঁকে। দর্শকদের কাছে অন্যতম জনপ্রিয় মুখ তিনি। সম্প্রতি ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে কাজ করেছেন তিনি। ধারাবাহিকে ভিলেনের চরিত্র ছিল তাঁর। সেখানেও অসংখ্য মানুষের মন জিতে নিয়েছেন তিনি। আর এবার ব্যক্তিগত জীবন ঘিরে খুশির জোয়ারে ভাসছেন অভিনেত্রী।

কিছুদিন আগেও মানসীর বিচ্ছেদের খবরে আলোচনায় মুখর ছিল সোশ্যাল মিডিয়া। জানা গেছিল, স্বামীর সঙ্গে সম্পর্কে ইতি টানবেন তিনি। কিন্তু মেয়ের কথা ভেবে আর বিচ্ছেদের পথে হাঁটেননি অভিনেত্রী। ঝগড়া বিবাদ মিটিয়ে আবারও সম্পর্কে ফিরেছেন। এরপরই দ্বিতীয় সন্তান জন্ম দেওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...