'রাজডাঙা দ্যোতক' নাট্যদল প্রযোজিত নাটক 'দ্বিখণ্ডিত'। দ্বিখন্ডিত নাটকটি ইতিমধ্যে মঞ্চে বেশ সাফল্য লাভ করেছে। শীর্ষেন্দু মুখ্যোপাধ্যায়ের লেখা নাটকটিতে নাট্যরূপ দিয়েছেন সৌভিক সেনগুপ্ত। এই নাটকের মূল চরিত্র মনোরঞ্জন। আর এই মনোরঞ্জন বলে আজকের কথা। এটি একটি ক্রাইম ড্রামা কিন্তু আসলে এটি একটি মনস্তাত্বিক নাটক। মানুষের ভেতরের মনস্তত্বটাকে খুঁড়ে বার করা হয়েছে। বিভিন্ন ঘাত প্রতিঘাত সহ্য করতে করতে মানুষের পিঠ যখন দেওয়ালে ঠেকে যায় তখন সে তার নিজস্ব রূপটি সামনে তুলে ধরে এই হল মনোরঞ্জন। নাটকের আরেকটি উল্লেখ্যযোগ্য চরিত্র পুলিশ অফিসারের। ক্রাইম ড্রামায় পুলিশের কাজ হল ক্রাইমের তদন্ত করা অর্থাৎ বাইরের রহস্যটাকে তুলে ধরা। কিন্তু এই নাটকে পুলিশ অফিসারের কাজটি হল বাইরের প্রবৃত্তির মধ্য দিয়ে গিয়ে ভিতরের প্রবৃত্তিটাকে তুলে ধরা। এটি খুবই কঠিন কাজ। মনোরঞ্জনের চরিত্রে অভিনয় করেছে শান্তনু নাথ। আর পুলিশের চরিত্রে অভিনয় করেছে ব্রতীন গাঙ্গুলি। এছাড়া এই নাটকের কোরিওগ্রাফি চোখে দেখার মত। অসাধারন কোরিওগ্রাফি করেছেন প্রসেজিৎ বর্ধন।