শুধুমাত্র একবার নয়, বহু বার খেলে তাঁর ভক্তদের মন করে জয় করেছেন তিনি। কিন্তু একটাই আপসোস কাপ হাতের কাছে এসেও ছুঁতে পারেননি তিনি
এবার শেষবারের মটন চেষ্টা কড়ে ভক্তদের মন ভরাতে চাইছেন তিনি। মাঠে নামতে চলেছেন বাংলার মনোজ তিওয়ারি।
একবার নয়, চার চার বার রঞ্জি ট্রফি ফাইনালে খেলতে নেমেও চ্যাম্পিয়ন হতে পারেননি মনোজ। তিনি এই ক্রিকেট মঞ্চে বহু সাফল্যের সম্মুখীন হলেও এই সাফল্য পাননি তিনি। এবার সেটার জন্যই শেষ চেষ্টায় নামছেন তিনি। গতবারের রানার্স দলের অধিনায়ক খেলার শুরুতেই অবসর নেওয়ার ঘোষণা করে দিয়েছেন তিনি। তাঁর লক্ষ্য এখন শুধু একটা দিকেই রঞ্জি ট্রফি জেতা।
২০২১ সালে মনোজ তিওয়ারি বিধানসভা ভোট জিতে রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েছে। টিসি এখন তিনি খুবই ব্যাস্ত, দায়িত্বও অনেক রয়েছে। সাথে হাঁটুতে রয়েছে চোট। কিন্তু আটকায় কাকে? তিনি কাম ব্যাক করছেন একেবারে সেরার সেরা হয়ে।
তবে, বিদায় বেলায় নিজের পারফরম্যান্স যাতে সমালোচকদের কথার মাঝে না পড়ে তার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের মাঠে অনুশীলন করছেন মনোজ। বিপরীতে রয়েছে তাঁর সঙ্গী অনুষ্টুপ মজুমদার, যে নিজেও বিদায় নিতে চলেচ্ছে এই ক্রিকেট মহল থেকে।
নিজেকে একেবারে প্রস্তুত করে নিচ্ছেন। এই প্রসঙ্গে এক সংবাদমাধ্যমকে মনোজ তিওয়ারি জানিয়েছেন যে খেলার মাঠে ফাঁকি দেওয়ার জায়গা একেবারে থাকে না।তাঁর মতে ফাঁকি দিলে ফাঁকে পড়তে হয়। তিনি যতদিন ক্রিকেট খেলেছেন কোনওদিন প্রস্তুতিতে ফাঁক রাখেননি। এবারও তার ব্যতিক্রম হবে না। ব্যস্ততার মধ্যেও ক্রিকেট প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন তিনি। তাঁর ওপর সিএবি আস্থা রেখেছে, নির্বাচকরা আস্থা রেখেছেন। তাদের মর্যাদা রাখতে এবং স্বপ্ন পূরনের লক্ষ্যের জন্য তিনি তৈরী হচ্ছেন। এবার সময়ের ওপর সব নির্ভর করছে সবকিছু।
জানা গিয়েছে যে শনিবার, রবিবার এবং সোমবার বিশাখাপত্তনমে গিয়ে অনুশীলন করবেন বাংলা ক্রিকেট দল। অধিনায়ক মনোজ তিওয়ারি। তাঁর মতে তিনি একটুও চিন্তিত নন তাঁর দলকে নিয়ে। তিনি জানিয়েছেন যে সবাই একটা দিন নতুন থাকে। এবার খেলতে খেলতেই পুরোনো হয়।
ক্রিকেটেপ্রেমীরা এবার সবটাই ছেড়ে দিয়েছে সময়ের ওপর। নিজের স্বপ্ন কি পূরণ করতে পারবেন বাংলার মনোজ তিওয়ারি?