রঞ্জি ম্যাচের মাঝে আবার ঝগড়া মনোজ-দেবাং এর

বাংলা দলে রঞ্জি ট্রফির ম্যাচে বিতর্ক অব্যাহত। দিন্দার সাথে রনদেব বসুর অশান্তির পর এবার বিতর্ক মনোজ-দেবাং গান্ধীকে নিয়ে।

বৃহস্পতিবার বাংলা দলের খেলা থেমে থাকার সময় বাংলার ড্রেসিংরুমে প্রবেশ করে দেবাং গান্ধী। যিনি বর্তমানে জাতীয় নির্বাচক কমিটিতে পূর্বাঞ্চলের প্রতিনিধি। বাংলা দলের ফিজিয়োর সাথে কোমরে ব্যাথা নিয়ে পরামর্শ করতে যান দেবাং। কিন্তু মনোজ তিওয়ারি দেবাং এর বাংলা দলে প্রবেশ নিয়ে প্রশ্ন তোলে।  মনোজ এই নিয়ে প্রশ্ন তোলেন দুর্নীতি দমন শাখার প্রতিনিধিদের সাথে। তিনি বলেন ম্যাচ চলাকালীন কি করে দেবাং ড্রেসিংরুমে প্রবেশ করতে পারেন। ম্যাচ খেলার সময় দলের ক্রিকেটার এবং অনুমতি ছাড়া কোনও ব্যাক্তির প্রবেশ নিষেধ। মনোজ প্রশ্ন তোলায় এরপর দেবাং গান্ধীকে ড্রেসিংরুম ছেড়ে বেরিয়ে যেতে বলেন দুর্নীতি দমন শাখার কর্তারা।

এর পিছনে অবশ্য মনোজ এবং দেবাং এর পুরনো ঝামেলার কথাই ঘুরে ফিরে বেরাচ্ছে বাংলার ড্রেসিংরুমে। মনোজের মতে সুযোগ থাকা সত্ত্বেও বাংলার ক্রিকেটারদের ভারতীয় দলে নির্বাচন করা হয়না। এর বিরুদ্ধে মনোজ আগেই প্রতিবাদ জানিয়েছিল। দেবাং এর মতে তিনি অনুমতি নিয়েই বাংলার ড্রেসিংরুমে প্রবেশ করেছিলেন। তবে মনোজ এর সাথে তাঁর পুরনো ঝামেলার রেশ যে নতুন করে উঠে এল তা বলাই যেতে পারে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...