দেশাত্মবোধক সিনেমায় দর্শকদের মন জয় করার জন্য ‘ভারতকুমার’ নামে ডাকা হত তাঁকে। প্রয়াত হলেন বলিউডের সেই জনপ্রিয় তারকা মনোজ কুমার। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। জানা গেছে, সপ্তাহখানেক ধরে তিনি ভর্তি ছিলেন মুম্বইয়ের হাসপাতালে। কিন্তু শুক্রবার ভোররাত ৩.৩০ মিনিটে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে প্রয়াত হন তিনি।
পাকিস্তানের আব্বোতাবাদে জন্ম হয়েছিল তাঁর। কিন্তু ১৯৪৭ সালে ভিটে ছেড়ে ভারতে চলে আসতে হয়েছিল প্রয়াত অভিনেতাকে। তবে নিজের কেরিয়ারে সাফল্যের চূড়া ছুঁতে পেরেছিলেন তিনি। তিনি ছিলেন একজন ভারতীয় অভিনেতা, চলচ্চিত্র পরিচালক ও লেখক। বলিউডের একের পর এক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি। অনুরাগীরা তাঁকে মনে রেখেছে একজন দেশভক্ত রূপে। কারণ ‘পুরব পশ্চিম’, ‘রোটি কাপড়া অউর মকান’ ও ‘ক্রান্তি’র মতো ছবিতে অভিনয় করতে গিয়ে তিনি হয়ে উঠেছিলেন দেশের ‘ভারতকুমার’।
অভিনয় জগতে অবদানের জন্য বিভিন্ন সময়ে পুরস্কৃত হয়েছেন তিনি। এরমধ্যে অন্যতম হল দাদাসাহেব ফালকে পুরস্কার। ৬৩তম জাতীয় পুরস্কার অনুষ্ঠানে তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের হাত থেকে তিনি এই পুরস্কার গ্রহণ করেছিলেন। ১৯৯২ সালে ভারত সরকার তাকে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পদকে ভূষিত করে। এছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে ৮টি ফিল্মফেয়ার পুরস্কার।