Manmohan Singh Tribute: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শ্রদ্ধা জানাল ভারতীয় ক্রিকেট দল

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শ্রদ্ধা জানাল ভারতীয় ক্রিকেট দল। ২৬ ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অর্থনীতিবিদ। মেলবোর্নে বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনে তাকে শ্রদ্ধা জানাতে হাতে কালো আর্ম ব্যান্ড পরে ম্যাচ খেলেন প্লেয়াররা।

 

হাইলাইটসঃ
১। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং
২। তাঁকে শ্রদ্ধা জানাল ভারতীয় ক্রিকেট দল
৩। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে হাতে কালো আর্ম ব্যান্ড পরে খেলেন প্লেয়াররা

 

বৃহস্পতিবার রাতে দিল্লির এইমসে মারা যান প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। কিন্তু এই মুহুর্তে মেলবোর্নে ভারত বনাম অস্ট্রেলিয়ার বক্সিং ডে টেস্ট খেলছেন ভারতীয় ক্রিকেট দল। সেই কারণে খেলার মাঠ থেকেই প্রাক্তন প্রধানমন্ত্রীর উদ্দ্যেশ্যে শ্রদ্ধা জানিয়েছেন ক্রিকেটাররা।

প্রসঙ্গত, ২০০৪ থেকে ২০১৪ অর্থাৎ দীর্ঘ ১০ বছর ধরে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন মনমোহন সিং। তাঁর আমল শুধুমাত্র ভারতের রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকেই নয়, খেলার জগতেও এক উল্ল্যেখযোগ্য সময়। কারণ সেই সময়েই জোড়া বিশ্বকাপ ঘরে এসেছিল ভারতের। তার আমলেই ২০০৭ ও ২০১১ সালে টি-২০ ও ওডিআউই বিশ্বকাপ জয়ের শিরোপা মাথায় তুলেছিল জাতীয় ক্রিকেট দল। সেই সময় এমএস ধোনির নেতৃত্বাধীন ভারতীয় দলকে শুভেচ্ছাও জানিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী।

সেই কারণে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীর উদ্দ্যেশ্যে শ্রদ্ধাজ্ঞাপন করে ভারতীয় ক্রিকেট দল। এইদিন ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে প্লেয়ারদের কালো আর্ম ব্যান্ড পরে খেলার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়। বিসিসিআইয়ের তরফ থেকেও শ্রদ্ধা জানানো হয় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীকে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...