ত্রয়োদশ সাউথ এশিয়ান গেমসে পুরুষদের বক্সিং বিভাগের সেমি-ফাইনালে মনীশ কৌশিক ও বিকাশ কৃষ্ণান।পুরুষদের ৬৪কেজি বিভাগে পাকিস্তানের সুলেমান বালোচকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছায় মনীশ। অন্যদিকে কোয়ার্টার ফাইনালে পুরুষদের ৬৯ কেজি বিভাগে ভুটানের দর্জি শরিং-কে হারিয়ে পরবর্তী রাউন্ডে পৌঁছোয় বিকাশ।এছাড়াও পুরুষদের ৭৫ কেজি বিভাগে সতীর্থ খেলোয়াড় দীপক শ্রেষ্ঠা-কে হারিয়ে শেষ চারে পৌঁছোয় জাতীয় স্তরের চ্যাম্পিয়ন অঙ্কিত খটানা।
পুরুষদের পাশাপাশি পিছিয়ে নেই ভারতের মহিলা ব্রিগেডও। মহিলাদের ৫৭ কেজি বিভাগে বাংলাদেশের শমিমা আখতার-কে হারিয়ে পরবর্তী রাউন্ডে পৌঁছোয় সোনিয়া লাথার। তবে নাটকীয় লড়াই হয় ভারতের তরুণী বক্সার এস কলায়ভানি ও তার পাকিস্তানি প্রতিপক্ষ রাবিয়া বাতুল। শুরু থেকে ধারাবাহিকভাবে পাক প্রতিপক্ষকে আক্রমণ করার ফলে প্রথম রাউন্ডেই খেলা থামাতে বাধ্য হয় রেফারি।বর্তমানে, ভারতের হয়ে ১৬জন প্রতিযোগি সেমিফাইনালে পৌঁছায়। যার ফলে এককথায় বলাই যায় যে ১৬টি পদক আসতেই চলেছে ভারতে। বক্সিং-এ ভারতের এই একচেটিয়া রাজত্বের ফলে যথেষ্ট উচ্ছ্বসিত দেশের ক্রীড়া মহল।