জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯ অনুষ্ঠান উপলক্ষে জিয়ো বাংলার স্টুডিওতে উপস্থিত ছিল মানিকতলা চালতাবাগান লোহাপট্টি দুর্গাপূজা কমিটির সদস্যবৃন্দ। সঞ্চালক ইকেবানার সাথে পুজোর আড্ডা @জিয়ো বাংলা অনুষ্ঠানে হাজির ছিলেন ক্লাবের সদ্যস্যবৃন্দ শ্রী সুরিন খাঁড়া, শ্রীমতি তানা জয়সয়াল এবং সুহাস জয়সয়াল।
৭৭ তম বর্ষে দাঁড়িয়ে ক্লাবের সদস্যদের বক্তব্য, ঐতিহ্যের পূজারী এবং সৃষ্টির কান্ডারি হল চালতাবাগান লোহাপট্টি দুর্গাপূজা কমিটি। কলকাতার বিখ্যাত পূজাগুলির মধ্যে একদম প্রথম দিকে থাকা চালতাবাগানের এবছরের থিম ক্লাবের পক্ষ থেকে খুব বেশি প্রকাশ না করা হলেও তারা জানিয়েছে এইবছর জল ও বৃষ্টি সংক্রান্ত সমস্যাগুলিকেই থিম হিসেবে তুলে ধরতে চাইছেন শিল্পী। থিমের নাম দেয় হয়েছে 'সোনার তরী'।
এই ক্লাবটি এর আগেও নানা কাল্পনিক চিত্রকে দর্শনার্থীদের সামনে তুলে ধরার চেষ্টা করেছে। বিবেকানন্দ রোড এবং আমহার্স্ট স্ট্রিট -এর ঠিক সংযোগস্থলে অবস্থিত হওয়ার কারণে প্রতিবছর প্রচুর দর্শনার্থীর পায়ের ধুলো পড়ে। দর্শনার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে মণ্ডপের মধ্যে রাখা হয় প্রচুর ভলেন্টিয়ার। এছাড়াও টাইট সিকুরিটি থাকছে মণ্ডপের সামনে। বয়স্ক মানুষ এবং বিশেষ ক্ষমতাসম্পন্ন মানুষদের জন্য হুইলচেয়ারের ব্যবস্থা থাকছে। মহিলাদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে দেখা যায় সিঁদুরখেলার দিন। চালতাবাগানের এই মণ্ডপে সিঁদুর খেলতে আসেন অনেক সেলিব্রিটিও। যদিও মণ্ডপের দ্বার কবে উন্মোচিত হবে তা ঠিক করা হয়নি তবে এই বছর যে পশিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হতে চলেছে তা জানিয়েছেন ক্লাবের সদস্যরা।
ঐতিহ্য অনুযায়ী নবমীতে মায়ের জন্য মহাভোজের আয়োজন করা হচ্ছে যা খেয়ে উপবাস ভঙ্গ করেন সেইসব মানুষ যারা নবরাত্রি পালন করছিলেন। আপনাদের সুবিধার জন্য দেওয়া হলো এই ক্লাবের ঠিকানা- রাজা রাম মোহন সরণি, মানিকতলা, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল- ৭০০০০৯।