ব্যাঙ্ক নোট চেনার ক্ষেত্রে দৃষ্টিহীন ব্যক্তিদের সহায়তার জন্য একটি নতুন অ্যাপ চালু করলো ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক |নতুন বছরে প্রথম দিনেই এই উপহারের কথা ঘোষণা করেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস | তিনি জানিয়েছেন, দৃষ্টিহীন,কম দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষেরা যাতে সহজেই নোটে চিনে তাদের প্রতিদিনের লেনদেন সহজতর করতে পারেন তারজন্য এই একটি মোবাইল অ্যাপ্লিকেশন টি চালু করা হলো |মোবাইল এডেড নোট আইডেন্টিফায়ার (এমএএনআই)বা সংক্ষেপে ‘মানি’ যে কোনও অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে এই অ্যাপটি বিনামূল্যেই ডাউনলোড করা যাবে। নতুন এই প্রযুক্তিতে সহজেই টাকা চিহ্নিত করা যাবে বলে জানিয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর|
আরবিআইএর তথ্য অনুযায়ী, ভারতীয় নোটগুলিতে বেশ কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে| নোটের আকার, নোটে লেখাসংখ্যা, নোটের রং ইত্যাদি । তা সত্ত্বেও দৃষ্টিহীন বা ক্ষীণ দৃষ্টির ব্যক্তিদের পক্ষে সঠিকভাবে নোটে চিনতে অসুবিধা হয় |এই অ্যাপের মাধ্যমে নিখুঁতভাবে নোট চিহ্নিত করা সম্ভব হবে | যেকোনো নোট কে ফোনের ক্যামেরার সামনে এনে সেটি স্ক্যান করাতে হবে| এই অ্যাপটিতে গান্ধীজির ছবি দেওয়া সমস্ত নতুন ও পুরনো নোটের চিহ্নিতকরনের কাজ সম্ভব হবে| যেকোনো ধরনের আলোর সামনে আনলেই নোটটি চিহ্নিত করবে অ্যাপটি | এরপর ব্যবহারকারী একটি ভয়েস মেসেজ দেবে অ্যাপ| কত টাকার নোট চেনার জন্য আনা হয়েছিল যা এই মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে| হিন্দি ও ইংরেজি দুটি ভাষায় এই মেসেজটি দেওয়া হবে | তবে নোটটি জাল না আসল সেবিষয়ে কোনরকম সহায়তা করতে পারবে না এই অ্যাপ বলেই জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক |