তিথি অনুযায়ী আজ লোকদেবী মা চণ্ডীর পুজোয় মেতে উঠেছে বাঙালি। সেই দেবীই যদি ধরা দেন বাংলা ধারাবাহিকে? এর আগে তার মহিমা নিয়ে কোনও গল্প চাক্ষুষ করেনি কেউ। পৌরাণিক কাহিনি অবলম্বনে ধারাবাহিক বাংলা টেলিভিশনের নতুন কথা নয়। এবার আরও একবার সেই পথে হাঁটতে চলেছে একটি বিনোদন চ্যানেল। আসছে নতুন ধারাবাহিক 'মঙ্গল চণ্ডী'। লোকদেবী মা চণ্ডী এবং তার এক উপাসকের গল্প আবর্তিত হবে এই ধারাবাহিকে। রয়েছে প্রেমের ছোঁয়াও। উজানিনগরের ধনপতি বণিকের হাত থেকে পুজো পাওয়ার জন্য ব্যাকুল মা চণ্ডী। কিন্তু ধনপতি যে শাক্ত। সে শিবের উপাসক। কী ভাবে সে মা চণ্ডীর পুজো করবে? কিন্তু ধনপতির হাত থেকে মা চণ্ডীকে পুজো পেতে হবেই। তাই মা একটি ম্যাজিকের আশ্রয় নেয়। তার একনিষ্ঠ উপাসক খুল্লনার প্রেমের ফাঁদে ফেলার চেষ্টা করে ধনপতিকে। আর মায়ের ইচ্ছামতো সেটাই ঘটে। খুল্লনার প্রেমে পড়ে ধনপতি। খুল্লনা মা চণ্ডীর ভক্ত হলেও ধনপতি চণ্ডীর পুজো করতে নারাজ। চণ্ডী খুল্লনাকে আদেশ দেয় ধনপতিকে যেন সে পুজো করাতে রাজি করে। কিছুতেই রাজি করাতে পারে না খুল্লনা। এরপর একদিন চণ্ডীর মায়ায় সিংহলে ধনপতির ধনবোঝাই নৌকা অতল জলে তলিয়ে যায়। এরপরও কি ধনপতি তার সিদ্ধান্তে অটল থাকবে? নাকি শেষ অবধি মা চণ্ডীর পুজো করবে সে? জানতে হলে অগাস্ট অবধি অপেক্ষা তো করতেই হবে।
প্রসঙ্গত 'মনসা' ধারাবাহিকের চুড়ান্ত সাফল্যের পর মা চণ্ডীকে পর্দায় আনতে চেয়েছে চ্যানেল। বলা বাহুল্য বাঙালি দর্শক আজও পৌরাণিক দেবদেবীদের গল্প জানতে অধিক পছন্দ করেন। আর তাই এত মাইথলজিক্যাল ধারাবাহিকের আধিক্য বাংলা টেলিভিশনে। 'মঙ্গল চণ্ডী'ও সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের মন জোগাবে এমন আশা করা বাতুলতা নয়।
খুল্লনার ভূমিকায় থাকছেন অদ্রিজা আঢ্য রায়। মা চণ্ডীর ভূমিকায় মধুজা। মধুজা এর আগে 'মনসা' ধারাবাহিকে বেহুলার চরিত্রে অভিনয় করেছেন। ওদিকে অদ্রিজাকে দর্শক পেয়েছেন 'পটল কুমার গানওয়ালা' এবং 'সন্ন্যাসী রাজা' ধারাবাহিকে। ধনপতির ভূমিকায় দেখা যাবে শমিককে।