৫ অগাস্ট থেকে ‘মঙ্গল চণ্ডী’

 

৫ অগাস্ট থেকে বাংলা টেলিভিশনের পর্দায় আসছে নতুন ধারাবাহিক মঙ্গল চণ্ডী’ লোকদেবী মা চণ্ডী এবং তাঁর এক উপাসকের গল্প এই ধারাবাহিকের মূল রসদ।

মা চণ্ডী ধনপতি বণিকের কাছ থেকে পুজো পেতে চান। কিন্তু ধনপতি শাক্ত। তাই সে মা চণ্ডীর পুজো করতে নারাজ। তাই মা চণ্ডী একটি ম্যাজিক করেন। তিনি খুল্লনার প্রেমের ফাঁদে ফেলেন ধনপতিকে। মা চণ্ডী খুল্লনাকে আদেশ দেন সে যেন তার স্বামীকে মা চণ্ডীর পুজো করতে রাজি করে। খুল্লনা চেষ্টা করলেও কোনও উপায় বের হয় না। আর তার ফলে সিংহলে যাওয়ার পথে নৌকাডুবি হয় ধনপতির। এরপর কী হবে তা জানতে হলে ৫ অগাস্ট থেকে দেখতে হবে এই ধারাবাহিক।

মা চণ্ডীর ভূমিকায় ধরা দেবেন মধুজাখুল্লনার ভূমিকায় অদ্রিজা আঢ্য রায়। আর ধনপতির ভূমিকায় শমিক।

ধারাবাহিকটিকে দর্শকের কাছে জনপ্রিয় করে তোলার জন্য সর্বোপরি সত্যতা বজায় রাখার জন্য গবেষণা করছেন শিবাশিস বন্দ্যোপাধ্যায়। কাহিনি লিখেছেন মৌমিতা করগুপ্ত, চিত্রনাট্য লিখছেন শর্বরী ঘোষাল, সংলাপ লিখছেন তণ্ময় গোস্বামী, ক্যামেরা সামলাচ্ছেন পরাগ অধিকারী, শিল্প নির্দেশনায় আশিস অধিকারী, সহ পরিচালক সানি এবং সঞ্জয় চক্রবর্তী, সম্পাদনায় মলয় দে, রূপসজ্জায় মহম্মদ আলি, আলোকসজ্জা এবং পরিকল্পনায় টুবান

৫ অগাস্ট থেকে সোম থেকে শনি সন্ধে ৬ টায় সম্প্রচারিত হবে ‘মঙ্গল চণ্ডী’। 

 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...