হারিয়ে যাওয়া আঞ্চলিক খেলা ফিরতে চলেছে প্রাথমিক স্কুলগুলিতে

'লাফান দড়ি' অথবা 'দাড়িয়া বান্ধা', 'টিপ্পা'- এমন বেশ কিছু খেলা ছিল বাঙালি ছেলে-মেয়েদের শৈশবের একান্ত নিজস্ব খেলা। 'চু উ উ উ উ...... কিত্ কিত্ কিত্ কিত্ থা' এই প্রজন্মের শিশুদের কাছে এই শব্দগুলো একেবারে অন্যগ্রহের কোনও শব্দ বলে মনে হবে। অথচ এক সময়ে এগুলিই ছিল শিশুদের প্রাণের কাছাকছি। মাঠে, বাড়ির উঠোনে, দাওয়ায় অথবা ছাদে তেমন তেমন জায়গা না পেলে রাস্তায় আঁক কেটেই শুরু হয়ে যেত 'কিত্ কিত্' খেলার হিড়িক। এই খেলাগুলিই আবার ফিরিয়ে আনতে চলেছে রাজ্য সরকার। গতকাল এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, প্রত্যেক প্রাইমারি স্কুলে এই ধরনের হারিয়ে যাওয়া বাঙালি খেলা আবার বাধ্যতামূলকভাবে শুরু করতে হবে।

                         বর্তমানের ল্যাপটপ, মোবাইলের যুগে এই সব খেলা বিলুপ্ত হতে বসেছে। তাই এই খেলাগুলিকে পুনরুজ্জীবিত করতে এগিয়ে এল রাজ্যের শিক্ষা দফতর। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিদিনই একটি করে পিরিয়ড এইসব খেলাধুলোর জন্য বরাদ্দ করতে হবে। আসন্ন শিক্ষাবর্ষে স্কুলগুলিকে এই পিরিয়ড ধরেই রুটিন ঠিক করতে হবে। তবে প্রাথমিক পর্ষদের নির্দেশ অনুযায়ী মিড ডে মিল, টিফিন কিংবা স্কুল ছুটির আগে এই পিরিয়ড রাখতে হবে। একজন দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের পর্যবেক্ষণে পড়ুয়ারা খেলাধুলো করবে। তবে সামগ্রিক তত্ত্বাবধানের দায়িত্বে থাকবেন স্কুলের প্রধান শিক্ষক। খেলাগুলি কিভাবে পরিচালনা করা হবে, তারও একটি রূপরেখা তৈরি করে দেওয়া হয়েছে। 

                   

                    এই খেলাগুলি ফিরিয়ে আনার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলার শিক্ষকমহল। তাঁদের মতে, এখনকার ছেলেমেয়েদের মধ্যে এই খেলাগুলো সম্পর্কে কোনও ধারনাই নেই। মোবাইল নয় কম্পিউটারে বসে গেম খেলে আজকের প্রজন্ম। এই খেলাগুলোর মাধ্যমে তাদের শারীরিক অনুশীলনও হয়ে যাবে। অতীতের আঞ্চলিক খেলাধুলো সম্পর্কে আজকের প্রজন্মকে পরিচিতি ঘটানো দরকার। তাছাড়া আজকালকার বাচ্চারা মাঠে গিয়ে খেলতে ভুলেই গেছে। এতে একদিকে যেমন পড়ুয়াদের শরীরচর্চা হবে, তেমনি তারা স্কুলে আসার জন্য আরও আগ্রহী হয়ে উঠবে বলেও আশা করছেন শিক্ষা দফতরের কর্তারা। শিক্ষাদফতর সূত্রে বলা হয়েছে, কোনও স্কুলে যদি খেলার মত মাঠ না থাকে, তাহলে স্কুলের বড় ক্লাসরুম ব্যবহার করে খেলার ব্যবস্থা করতে হবে। কিন্তু কোনও অবস্থাতেই খেলা বন্ধ করা যাবেনা। 

                     

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...