পিভি সিন্ধুর বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয় প্রতিটা ভারতবাসীর কাছে গর্বের ব্যাপার। পোডিয়ামে সবার উপরে দাঁড়িয়ে থেকে গলায় সোনার পদক নিয়ে নিজের দেশের জাতীয় সঙ্গীত শোনার এই উপলব্ধি যে কতটা আবেগপ্লুত ও মধুর হয়, তা কেবলই বোঝাতে পারবে বিশ্বজয়ী ক্রীড়াবিদরা। কিন্তু সিন্ধুর বিশ্বজয়ের কিছু ঘন্টা আগে আরও এক ভারতীয় শাটলারও বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছে, এ বিষয়ে জানেন এমন মানুষ খুবই কম রয়েছেন। রাজকোটের মেয়ে মানসী জোশি, রবিবার সুইজারল্যান্ডের বাসেলে অনুষ্ঠিত প্যারা বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে এসএল থ্রি মহিলা সিঙ্গলস ইভেন্টে সোনা জিতেছেন।
৯ বছর বয়স থেকেই মানসীর ব্যাডমিন্টনের প্রতি আগ্রহ বেড়ে ওঠে। তার পরিবার যখন মুম্বাইয়ে থাকতে শুরু করে তখন তিনি স্কুল ও জেলা স্তরের ব্যাডমিন্টন প্রতিযোগীতায় নিজের নাম তৈরি করছিলেন। কিন্তু ২০১১ সালের একটি ঘটনা সব কিছু ওলট-পালট করে দেয়। পেশায় ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার মানসী স্কুটারে করে কাজ করতে যাওয়ার সময় একটি ট্রাকের সাথে সংঘর্ষ হওয়ার দরুণ তার পা বাদ চলে যায় এবং ‘অ্যাম্পুটেড’ করতে হয় তার বাঁ পাটিকে। হাসপাতালে দীর্ঘ ৫০ দিন ধরে তাকে থাকতে হয়েছিল। কিন্তু তিনি দমে যাননি।
‘প্রস্থেটিক লিম্ব’ পড়ার পর তিনি আবারও খেলা শুরু করেন এবং হায়দ্রাবাদে, পুল্লেলা গোপীচাঁদ এর অ্যাকাডেমিতে ব্যাডমিন্টন এর প্রশিক্ষণ নেওয়া শুরু করেন। ২০১৭ সালের প্যারা বিশ্ব চ্যাম্পিয়নশিপে একই ইভেন্টে তিনি ব্রোঞ্জ পদক জিতেছিলেন।
স্বর্ণপদক জয়ের পর উচ্ছ্বসিত মানসী নিজের ফেসবুক পেজে লেখেন, “আমি এটির জন্য প্রচন্ড পরিশ্রম করেছি এবং আমি দারুণ খুশি সমস্ত ঘাম আর পরিশ্রম সার্থক হওয়ার জন্য। বিশ্ব চ্যাম্পিয়নশিপে এটিই আমার প্রথম সোনা।”