মিস ইন্ডিয়া, মিস ওয়ার্ল্ড কিংবা মিস ইউনিভার্স, নামগুলি অনেকবার শোনা। কিন্তু মিস্টার ইউনিভারস কথাটি আমাদের কাছে বেশ নতুন। সম্প্রতি, কেরালা থেকে চিঠারেশ নাটসান ওয়ার্ল্ড বডিবিল্ডিং অ্যান্ড ফিজিক স্পোর্টস চ্যাম্পিয়নশিপে প্রথম হওয়ার শিরোপা মাথায় ধারণ করেন। তিনি কোচির একজন বডি বিল্ডার।জানা গেছে, তিনিই বিশ্বের প্রথম ভারতীয় পুরুষ যিনি এই পুরস্কার জিতলেন। জানা গেছে, ৩৮ টি দেশ অংশগ্রহণ করেছিল এই অনুষ্ঠানটিতে। এই অনুষ্ঠানেই ভারতের জয় হয় প্রায় প্রতিটি পদক্ষেপে। ৩৮ টি দেশের মধ্যে থেকে ভারতই একমাত্র দেশ যারা ২৩ টি মেডেল সংগ্রহ করে। ৬টি সোনা, ১৩ টি রূপো এবং ৪টি ব্রোঞ্জের মেডেল সংগ্রহে রয়েছে ভারতের। কিন্তু এইসব কিছুকে তুচ্ছ করে শো-এর সমস্ত আলো কেড়ে নেন চিঠারেশ নাটসান। ডব্লিউবিপিএফ ২০১৯-এর ৯০ কেজি লিফ্ট ক্যাটেগরিতে প্রথম হয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
এই জয়ের পর তিনি জানান, বিগত ১০ বছর ধরে তিনি এই বডি বিল্ডিং-এর সাথে যুক্ত আছেন। এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করার জন্য প্রথমেই তিনি একটি ট্রায়ালে অংশগ্রহণ করেন। সেখান থেকেই তিনি ভারতীয় টিমের হয়ে খেলার জন্য ডাক পান। তখন থেকেই তিনি বিশ্বের দরবারে ভারতের নাম উজ্জ্বল করার প্রস্তুতি নিতে শুরু করেন।এর পরেই তিনি অংশগ্রহণ করেন দক্ষিণ কোরিয়ার জেজুতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড বডিবিল্ডিং এবং ফিজিক স্পোর্টস চ্যাম্পিয়নশিপে। তিনি জানান, দেশের জন্য সোনা আনতে পেরে তিনি খুবই খুশি।
অন্যদিকে, গত মাসেই তিনি মিঃ এশিয়া সম্মানে ভূষিত হন। সেই সময় তিনি অংশগ্রহণ করেছিলেন থাইল্যান্ডে অনুষ্ঠিত বডিবিল্ডিং অ্যান্ড ফিজিক স্পোর্টস চ্যাম্পিয়নশিপে (এবিবিএফ)।তিরুবন্তপুরমের লক্ষীবাঈ ন্যাশনাল কলেজ থেকে ফিজিক্যাল এডুকেশন নিয়ে পড়াশোনা শেষের পর তিনি নিউ দিল্লিতে এসে একজন ফিটনেস ট্রেনারের কাজ শুরু করেন। তারপর থেকেই তিনি শুরু করেন নানা ক্রীড়া অনুষ্ঠানে অংশগ্রহণ করা, জীবনের যাত্রাপথের গল্প নিজেই শোনালেন চিঠারেশ নাটসান। তিনি জানান, মিঃ ইউনিভার্স খেতাব জেতা তার জীবনের একটি অবিস্মরণীয় ঘটনা।