পদত্যাগ পত্র জমা দেওয়ার তিন দিনের মাথায় মহামণ্ডলেশ্বর পদ ফিরে পেলেন মমতা কুলকার্নি। এক ভিডিও বার্তার মাধ্যমে মমতা জানিয়েছেন, তাঁর গুরু লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠী এই পদত্যাগ পত্র গ্রহণ করেননি।
হাইলাইটসঃ
১। মহামণ্ডলেশ্বর পদ ফিরে পেলেন মমতা কুলকার্নি
২। তাঁর গুরু লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠী এই পদত্যাগ পত্র গ্রহণ করেননি
৩। গত ২৪ জানুয়ারি সন্ন্যাস গ্রহণ করেছিলেন তিনি।
গত ২৪ জানুয়ারি প্রয়াগরাজের কুম্ভমেলায় কিন্নর আখড়ার আওতায় সন্ন্যাস গ্রহণ করেছিলেন তিনি। মহামণ্ডলেশ্বর পদে অভিষেক হয় তাঁর। কিন্তু মমতার সন্ন্যাস গ্রহণ ও সর্বপরি মহামণ্ডলেশ্বর পদ নিয়ে আগে থেকেই সমস্যা তৈরি হয়েছিল কিন্নর আখড়ার অন্দরে। সিনেমা জগতে নানা সাহসী দৃশ্যে অভিনয় ও পরবর্তীকালে অপরাধ জগতের সঙ্গে নাম জড়িয়েছিল অভিনেত্রীর। এছাড়াও মোটা টাকা দিয়ে মহামণ্ডলেশ্বর পদ কেনারও অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।
সেই কারণে ১০ ফেব্রুয়ারি মমতা পদত্যাগ পত্র জমা দিয়েছিলেন তাঁর গুরু লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠী –র কাছে। সেই কথা এক ভিডিওবার্তার মাধ্যমে সবাইকে জানিয়েছিলেন তিনি। কিন্তু জানা গেছে, সেই পদত্যাগ পত্র গ্রহণ করেননি তাঁর গুরু। তাই আবারও মহামণ্ডলেশ্বর পদে ফিরে পেয়েছেন মমতা কুলকার্নি।
এক ভিডিওতে মমতা জানিয়েছেন, “‘আমাকে আবারও ফিরিয়ে আনার জন্য গভীরভাবে কৃতজ্ঞ। ভবিষ্যতে আমি কিন্নর আখড়া এবং সনাতন ধর্মের জন্য জীবন উৎসর্গ করব।”