Mamta Kulkarni: বলিউডের অভিনেত্রী মমতা কুলকার্নি সন্ন্যাস গ্রহণ করে নাম নিলেন শ্রী ইয়মাই মমতা নন্দ গিরি

নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী মমতা কুলকার্নি। বলিউডের নানা সফল ছবিতে তাঁর উপস্থিতি দর্শকদের মন কেড়েছে। এবার তিনি সন্ন্যাসীরূপে ধরা দিলেন কুম্ভমেলার প্রাঙ্গনে। গেরুয়া বসন পরিহিত তাঁর ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

 

হাইলাইটসঃ
১। সন্ন্যাস গ্রহণ করলেন মমতা কুলকার্নি
২। এক সময় তিনি বলিউডের নামকরা অভিনেত্রী ছিলেন
৩। বর্তমানে তাঁর নাম শ্রী ইয়মাই মমতা নন্দ গিরি

 

গত শুক্রবার, মমতা সন্ন্যাসগ্রহণ করেছেন। মহাকুম্ভের কিন্নর আখড়ায় ‘মহামণ্ডলেশ্বর’ রীতির মাধ্যমে তাঁর সন্ন্যাস গ্রহণ সম্পন্ন হয়েছে। মমতা কুলকার্নি থেকে বর্তমানে তাঁর নাম হয়েছে শ্রী ইয়মাই মমতা নন্দ গিরি। এ দিন তিনি পিন্ডদানও করেছেন। এরপর কিন্নর আখড়ায় তাঁর অভিষেক সম্পন্ন হয়েছে। কিন্নর আখড়ার আচার্য মহামণ্ডলেশ্বর, অর্থাৎ লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠী ও জুনা আখড়ার আচার্য স্বামী জয় অম্বানন্দ গিরির সঙ্গে এ দিন দেখাও করেন মমতা।

১৯৯১ সালে ‘মেরা দিল তেরে লিয়ে’ সিনেমার মাধ্যমে বলিউড জগতে পা রাখেন মমতা। এরপর নানা সাহসী চরিত্রে কাজ করেন তিনি। ‘কর্ণ অর্জুন’, ‘চায়না গেট’, ‘তিরঙ্গা’, ‘আশিক আওয়ারা’, ‘ক্রান্তিবীর’, ‘বাজ়ি’, ‘সবসে বড়া খিলাড়ি’, ‘পুলিশওয়ালা গুন্ডা’ ছবিতে দেখা গেছে তাঁকে। এবার কুম্ভমেলায় সন্ন্যাস গ্রহণ করলেন তিনি।

প্রসঙ্গত, পূর্বে এক সাক্ষাৎকারে মমতা জানিয়েছিলেন, সিনেমা জগতে আসার তাঁর কোনও ইচ্ছে ছিল না। মূলত মায়ের কারণেই তিনি এই জগতে পা দিয়েছিলেন। সে কারণে সিনেমার পর্দা থেকে অবসর নেওয়ায় তাঁর কোনও আক্ষেপ নেই। তিনি এও জানিয়েছিলেন যে, তাঁর দেখা শেষ সিনেমা ‘মুন্নাভাই’।

এটা শেয়ার করতে পারো

...

Loading...