প্রাক্তন বলিউড অভিনেত্রী মমতা কুলকার্নি –র সন্ন্যাস গ্রহণ নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। কিছুদিন আগেই কুম্ভমেলায় কিন্নর আখড়ার আওতায় সন্ন্যাস গ্রহণ করেন তিনি। মহামণ্ডলেশ্বর পদে অভিষেক হয় তাঁর। কিন্তু জানা গেছে, অনুষ্ঠানের এক সপ্তাহ পেরোতেই সেই পদ থেকে বহিষ্কৃত হন অভিনেত্রী। কিন্তু কেন এমন হল?
সূত্রের খবর, মমতার সন্ন্যাস গ্রহণ ও সর্বপরি মহামণ্ডলেশ্বর পদ নিয়ে আগে থেকেই সমস্যা তৈরি হয়েছিল কিন্নর আখড়ার অন্দরে। সিনেমা জগতে নানা সাহসী দৃশ্যে অভিনয় ও পরবর্তীকালে অপরাধ জগতের সঙ্গে নাম জড়িয়েছিল অভিনেত্রীর। সে কারণে তাঁর মহামণ্ডলেশ্বর আখ্যা নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। কিন্তু সন্ন্যাস গ্রহণের পরে অভিযোগ ওঠে যে, মোটা টাকা দিয়ে এই আখ্যা কিনেছেন তিনি। অভিনেত্রী নাকি ১০ কোটি টাকা দিয়ে এই পদ অধিকার করেছেন। এর পরই তাঁকে নিয়ে আখড়ার মধ্যে বিতর্ক বেড়ে যায়। আপত্তি তোলেন বাবা রামদেব, বাগেশ্বর ধামের পীঠাধীশ সহ অনেকে।
তবে এই সমস্ত অভিযোগ ভুয়ো বলে দাবী করেছেন মমতা। এক সাক্ষাৎকার অনুষ্ঠানে তিনি জানান, ১০ কোটি কেন, ১ কোটি টাকাও নেই তাঁর কাছে। ধার করে তিনি গুরুদক্ষিণা স্বরূপ ২ লক্ষ টাকা দিয়েছেন। কিন্নর আখড়ার আচার্য লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠীর কথায় তিনি মহামণ্ডলেশ্বর পদ নিতে রাজি হন। ২৫ বছর ধরে তিনি তপস্যা করেছেন। এমনকি, গত ২৩ বছরে তিনি প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি কোনও ছবিও দেখেননি।