রাজ্যে উন্নয়নের দিশা দেখাতে রোডম্যাপ

ভিশন ১০ এবং ভিশন ২০-র মাধ্যমে বাংলার উন্নয়নের রোডম্যাপ বানানোর পরিকল্পনা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি সহ বিভিন্ন বিষয়ে রাজ্যের উন্নয়নের লক্ষ্যে এগোচ্ছে প্রশাসন। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ভিশন ১০ এবং ভিশন ২০ তৈরির প্রস্তাব গৃহীত হয়েছে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

              বিগত আট বছরে রাজ্যের সামগ্রিক উন্নয়নের সূচক ও পরিসংখ্যান সম্বলিত হ্যান্ডবুকের মত একটি বইও এদিন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি মূলতঃ জানান ১৯৪৭ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত কী ছিল এবং তার পরবর্তী সময়ে অবস্থার কতটা পরিবর্তন হয়েছে, তা এই বই থেকেই জানা যাবে। রাজ্যের পরিসংখ্যান ও পরিকল্পনা দফতর এই বইটি ভাবনা-চিন্তা করে তৈরী করেছে। মুখ্যমন্ত্রীর মতে, যে কোনও কাজ পরিকল্পনা করে এগোনো উচিত। এই প্রসঙ্গে তিনি জানান, রেলমন্ত্রী থাকাকালীন তিনি ভিশন ২০২০ বানিয়েছিলেন। তাই উন্নয়নের লক্ষ্যে পরিকল্পনা থাকলে এগোতে অনেক সুবিধে হয়

               উক্ত পুস্তিকার পরিসংখ্যান অনুযায়ী নানা সূচকের মধ্যে যে বিষয়টি বিশেষভাবে নজর কেড়েছে, তা হল আট বছরে কৃষকদের গড় বার্ষিক আয়ের বৃদ্ধি হয়েছে তিন গুণেরও বেশি। সামগ্রিকভাবে রাজ্যে অর্থব্যবস্থাও আট বছরে অনেক সুবিন্যস্ত হয়েছে বলে বইটি থেকে জানা যাচ্ছে। মোট উৎপাদন বেড়েছে আড়াই গুণপরিকল্পনা খাতে ব্যয় ছয় গুণ বৃদ্ধি পেয়েছে। সামাজিক খাতে এবং ভারী পরিকাঠামো খাতে ব্যয় বেড়েছে যথাক্রমে সাড়ে চার গুণ এবং পাঁচ গুণ। পাশাপাশি রাজ্যে আর্থিক খাতে ঘাটতি কমেছে দেড়গুণ। রাজ্যে বিদ্যালয় শিক্ষা ক্ষেত্রে বাজেট বরাদ্দ নয় গুণ বাড়ানো হয়েছে। উচ্চ শিক্ষা খাতে তা বেড়েছে ছয় গুণ।   

এটা শেয়ার করতে পারো

...

Loading...