অভিনয়ের পাশাপাশি গানের প্রতি বরাবরের ঝোঁক সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়ের। কিন্তু সেভাবে কখনও সামনে আসেনি তাঁর সেই সুপ্ত প্রতিভা। কিন্তু প্রতিভা কি চাপা থাকে চিরকাল? তা একদিন সর্বসমক্ষে আসবেই। আর সেটাই ঘটল সুজয় প্রসাদের জীবনে। এতদিন যে গান সুজয় নিজের গণ্ডির ভিতরে গাইতেন, পরিচালক সত্রাজিত সেনের উদ্যোগে এবার তাঁর কণ্ঠের রবীন্দ্রসংগীত শুনবেন বহু মানুষ। ‘মেজর সেভেন্থ’এর পরবর্তী নিবেদন সুজয় প্রসাদের কণ্ঠের রবীন্দ্র সঙ্গীতের অ্যালবাম। সবমিলিয়ে চারটি গান রয়েছে এই অ্যালবামে। সঙ্গীতায়োজনে ইন্দ্রজিৎ দে। 'প্রেমের ফাঁদ পাতা ভুবনে', 'কতবার ভেবেছিনু', 'যখন এসেছিলে' এবং 'ও যে মানে না মানা' গানগুলিকে ডিজিটাল ফরম্যাটে ফেলবেন পরিচালক সত্রাজিত সেন।
ছোটবেলায় প্রমিত সেনের কাছে গান শিখতেন সুজয়। এরপর তালিম নেন লিপিকা ঘোষের কাছে। আর এবার তাঁর কণ্ঠের অ্যালবাম আসছে মেজর সেভেন্থ-এর হাত ধরে। যে মেজর সেভেন্থ এর আগে উপহার দিয়েছে রসিদ খান, স্বস্তিকা মুখোপাধ্যায়ের কণ্ঠের গানও। এবার সুজয় প্রসাদের রবীন্দ্র সঙ্গীত।
সত্রাজিত সেন জানান- “আমি চাই সুজয়ের কণ্ঠের রবীন্দ্র সঙ্গীত সকলের শ্রুতিগোচর হোক।” ওদিকে সুজয় জানান- “আমার প্রতি রবিবারের মিউজিক ক্লাসে আমাকে সঙ্গ দিতেন বাবা। আমি খুব খুশি যে আমার জীবনের প্রথম অ্যালবামের গানগুলি বাবার মৃত্যুদিনে রেকর্ড করলাম। গানের মাধ্যমে বাবাকে ট্রিবিউট দিতে পারলাম, আর কী চাই?” পাশাপাশি রবীন্দ্র জন্মজয়ন্তীর প্রাক্কালে অ্যালবামের জন্য রবীন্দ্র সঙ্গীত গাইতে পেরে বেজায় খুশি সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়।