স্পর্ধার শতবর্ষে একের একের পর এক চমক ইস্ট বেঙ্গল ক্লাবের। প্রতি দিন ক্লাব তাঁবুতে একের পর এক কিবদন্তী ফুটবলারদের সমাগমে লাল হলুদ শিবিরে এখন চাঁদের হাট।
Read Also : Cheeni bengali serial: কেন পালটে গেল ‘চিনি’ ধারাবাহিকের নায়িকা? কে এল তাঁর পরিবর্তে?
একে একে বাংচুই ভুটিয়া, সুলে মুসা-র পর এবার মশাল বাহিনীর মাটিতে আগমন ঘটল, আশির দশকে ময়দান কাঁপানো ইরানের তারকা ফুটবলার মাজিদ বাস্কর ও জামশিদ নাসিরি। তৎকালিন কলকাতা ময়দানে একে অপরের প্রতিপক্ষ হলেও সোমবার ক্লাব কর্তৃপক্ষোর তরফ থেকে আয়োজন করা সাংবাদিক বৈঠকে দুজনকেই দেখা গেল লাল-হলুদ জর্সি গায়ে।
উপরোক্ত দুই প্রাক্তন ফুটবলার ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক কল্যাণ মজুমদার, সহ সম্পাদক শান্তি রঞ্জন দাসগুপ্ত, ক্লাবের নির্বাহী কমিটির সদস্য দেবব্রতো সরকার সহ আরও অনেকে। তবে যাদের ছাড়া ইস্ট বেঙ্গল একটি ক্লাবের নামমাত্র, যাদের কে ক্লাবের দ্বাদশ খেলোয়াড় বলা হয় এদিন সেই সমর্থকদের ভিড় ছিলো দেখার মত। আশির দশকে কলকাতা ময়দানের নায়ক তথা প্রতিপক্ষ্যের ত্রাসকে এক ঝলক দেখার জন্য ভরে গিয়েছিল ইস্ট বেঙ্গল গ্যালারি।