এবার ডিভিসি-র উদ্যোগে মাইথনে তৈরি হতে চলেছে ফ্লোটিং হোটেল। ডিভিসি পরিচালিত অতিথিশালা ‘মজুমদার নিবাস’ –এর কাছেই তৈরি হবে এই হোটেল। কর্তৃপক্ষদের দাবী, এই ভাসমান হোটেল মাইথনে পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করবে। আগামী দু’তিন মাসের মধ্যে টেন্ডার নিয়ে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।
হাইলাইটসঃ
১। মাইথনে তৈরি হতে চলেছে ফ্লোটিং হোটেল
২। ‘মজুমদার নিবাস’ –এর কাছেই তৈরি হবে এই হোটেল
৩। এখানে থাকবে রেস্তোরাঁ ও ১০ টি আধুনিক সুবিধাযুক্ত ঘর
১। মাইথনে তৈরি হতে চলেছে ফ্লোটিং হোটেল
২। ‘মজুমদার নিবাস’ –এর কাছেই তৈরি হবে এই হোটেল
৩। এখানে থাকবে রেস্তোরাঁ ও ১০ টি আধুনিক সুবিধাযুক্ত ঘর
জানা গেছে, সম্পূর্ণ পিপিপি মডেলে তৈরি হবে এই হোটেলটি। এই ভাসমান হোটেলটি হবে পরিবেশবান্ধব। অর্থাৎ এই হোটেলটি তৈরি হতে যে সমস্ত সামগ্রী ব্যবহার করা হবে, তা কোনোভাবেই পরিবেশের ক্ষতিসাধন করবে না। এই হোটেলে থাকবে রেস্তোরাঁ ও ১০ টি আধুনিক সুবিধাযুক্ত ঘর। ডিভিসির তরফ থেকে ইতিমধ্যেই হোটেলের নকশা, খরচ, পরিচালনায় ইচ্ছুক কোম্পানির কাছ থেকে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট চাওয়া হয়েছে। কাজের সুযোগ পাওয়া সংস্থাকে প্রথমে ৩০ বছরের জন্য লাইসেন্স দেওয়া হবে।
প্রতি বছর দুর্গাপুজোর পর থেকেই মাইথনে পর্যটকদের ভিড় বাড়তে থাকে। এই সময়ের প্রাকৃতিক সৌন্দর্য্যে মুগ্ধ হয় দর্শকরা। কিন্তু আগাম বুকিং ছাড়া ডিভিসি পরিচালিত অতিথিশালা ‘মজুমদার নিবাস’ –এ থাকার সুযোগ পান না তারা। সেকারণে এই হোটেল তৈরী হলে মাইথনে পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পাবে বলে মনে করছে ডিভিসি।