Mahindra 3XO Compact Suv Car: বাজারে মারুতি ও টাটাকে টেক্কা দিতে এসেছে মাহিন্দ্রার নতুন গাড়ি, জানুন বিশদে

ভারতীয় বাজারে ক্রেতাদের মন থেকে হ্যাচব্যাক এবং সেডানকে দুরে সরিয়ে এখন জায়গা করে নিয়েছে স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল। সেই তালিকায় রয়েছে টাটা নেক্সন। এই গাড়ি বাজারে আসা মাত্রই জমি শক্ত করে নিয়েছে। কিন্তু এবার সেই যায়গাতেই টাটা মোটরস এবং মারুতি দুই সংস্থাকে চ্যালেঞ্জ জানাতে মাহিন্দ্রার একটি কম্প্যাক্ট এসইউভি আসছে। 

এই গাড়িটি হল মাহিন্দ্রার নতুন কম্প্যাক্ট এসইউভি গাড়ি 3XO। ৬০ মিনিটে ৫০০০০ বুকিং পেরিয়ে গিয়েছে এই গাড়ি। ফলে, বোঝাই যাচ্ছে এই গাড়িটি মানুষের কাছে বেশ ভালোই সাড়া ফেলেছে। আর সেই কারণেই এই গাড়ির অন্যতম প্রতিপক্ষ হয়ে উঠেছে টাটা এবং মারুতির।

ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল, বড় টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, প্যানারমিক সানরুফ এবং ৬টি এয়ারব্যাগ নিয়ে আসছে এই গাড়ি। অর্থাৎ এখন একটু কম্প্যাক্ট এসইউভিতে যা যা ফিচার্স ও স্পেসিফিকেশব থাকা দরকার সবকিছুই পাওয়া যাবে মাহিন্দ্রার এই গাড়িতে।

কিন্তু কত দাম পড়বে এই গাড়ির? মাহিন্দ্রা 3XO গাড়িটির দাম শুরু হচ্ছে ৭.৪৯ লাখ টাকা থেকে। দেখা যাচ্ছে টাটা নেক্সনের থেকে ৮ লাখ এবং মারুতি ব্রেজ্জার থেকে ৮.৩৪ লাখ টাকা দামের থেকে অনেকটাই কমে মিলছে এই গাড়ি।

শুধু তাই নয়, মাইলেজের দিক থেকেও মারুতির গাড়ি এগিয়ে তবুও সামগ্রিক ভাবে মাহিন্দ্রা 3XO কঠিন চ্যালেঞ্জে ফেলছে বাকিদের।

প্রথমে এক ঝলকে দেখেনি উল্লেখ্য এই তিন গাড়ির মাইলেজ এবং দাম —

মাইলেজ —

  • মাহিন্দ্রা 3XO – ১৮.২ কিমি প্রতি লিটার
  • মারুতি ব্রেজ্জা – ১৯.৮ কিমি প্রতি লিটার
  • টাটা নেক্সন – ১৭.৫৭ কিমি প্রতি লিটার

দাম —

  • মাহিন্দ্রা 3XO – ৭.৪৯ – ১৫.৪৯ লাখ টাকা
  • মারুতি ব্রেজ্জা – ৮.৩৪ – ১৪.১৪ লাখ টাকা
  • টাটা নেক্সন - ৮ – ১৫.৮০ লাখ টাকা


বোঝাই যাচ্ছে যে দামের দিক দিয়েও বাকি দুই গাড়িকে কঠিন লড়াইয়ে মুখে ফেলেছে মাহিন্দ্রার এই কম্প্যাক্ট এসইউভি।  

আর দেরি না করে বুক করে ফেলুন এই গাড়ি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...