এবার নিমাইয়ের বিদায় বেলা। শেষ হতে চলেছে ধারাবাহিক 'মহাপ্রভু শ্রী চৈতন্য'। চ্যানেলে এই ধারাবাহিকের টিআরপি'র কাঁটা ছিল বেশ উর্ধগামী। সময়ের নিয়ম মেনে শেষ হচ্ছে এই ধারাবাহিক। সন্ধে সাড়ে ৬ টার স্লটে আসছে 'চিরদিনই আমি যে তোমার'।
বেশ কিছু কারণে বদল ঘটে বিষ্ণুপ্রিয়া এবং নিমাই চরিত্রের। শুভ রায়চৌধুরী এবং অলকানন্দা গুহর জায়গায় আসেন আর্য চন্দ্র এবং শ্রীমা ভট্টাচার্য। তাঁদের অভিনয়ও নজর কেড়ে নিয়েছিল সকলের। গল্প এগিয়ে গিয়েছিল অনেকদূর। শেষ লগ্নে এসে নিমাইয়ের সন্ন্যাস গ্রহণ। অপেক্ষায় রইল বিষ্ণুপ্রিয়া। আর কী ফিরবে তার প্রাণসখা? তা জানতে হলে আগামী ২৭ জুলাই অবধি দেখতে হবে 'মহাপ্রভু শ্রী চৈতন্য'।
দিনকয়েক আগে মহাসমারোহে রথ যাত্রা উৎসব পালন করেছে এই ধারাবাহিক। যেখানে নিখোঁজ নিমাই। তাকে হুসেন শাহের হাত থেকে বাঁচাতে সরিয়ে ফেলেছে বিষ্ণুপ্রিয়া এবং অদ্বৈতাচার্য।
শেষ দিনের শুটিং-এ মন খারাপ ছিল সকলের। তবে শুরু যখন হয়েছে শেষ তো হবেই- এই সত্যি মেনে নিয়েই টিম 'মহাপ্রভু শ্রী চৈতন্য' মেতে উঠল এলাহি মধ্যাহ্নভোজনে।
ধারাবাহিক মানেই সেখানে বারংবার পরিচালক বদল। এই ধারাবাহিকে তেমনটা ঘটেনি। শুরুর দিন থেকে ধারাবাহিকে পরিচালকের ভূমিকায় ছিলেন গোপাল চক্রবর্তী। আর তার সহ পরিচালক ছিলেন শুভাশিস মণ্ডল। এরপর গোপাল চক্রবর্তী অন্য ধারাবাহিকের কাজে ব্যস্ত হলে পরিচালনার দায়িত্ব সামলান শুভাশিস মণ্ডল। ধারাবাহিকের শেষ দিন অবধি তিনিই ছিলেন পরিচালকের ভূমিকায়।
নিঃসন্দেহে ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল সকলের। কারণ হিন্দু সমাজের প্রত্যেকটি মানুষের কাছে শ্রী চৈতন্যদেব এক স্তম্ভ সমান।
আগামী ২৭ জুলাই অবধি দেখতে ভুলবেন না 'মহাপ্রভু শ্রী চৈতন্য' সোম থেকে শনি সন্ধে সাড়ে ৬ টায়।