মাটির প্রতিমা জলে ফেলে দিল বামাচরণ

ইদানিং কালে বাংলা টেলিভিশনের হাত ধরে তারা মায়ের চোখ দিয়ে তারাপীঠ দর্শন করছেন দর্শক। এই একই বিষয় নিয়ে একই প্রযোজনা সংস্থা অর্থাৎ 'সুব্রত রায় প্রোডাকশন' থেকে তৈরি হয়েছিল ধারাবাহিক 'সাধক বামাক্ষ্যাপা'। সম্প্রচারিত হত প্রথমে ই টিভি বাংলায় আর পরে কালারস বাংলায়। সেই সময় বামদেবের চোখ দিয়ে তারাপীঠ দেখতেন দর্শক। 'সাধক বামাক্ষ্যাপা' বিপুল জনপ্রিয়তা সাড়া ফেলেছিল টেলি দুনিয়ায়। আর এবার 'মহাপীঠ তারাপীঠ' ধারাবাহিকের হাত ধরে তারা মায়ের চোখ দিয়ে তারাপীঠ দর্শন করছেন দর্শক। তিনিই চেনাচ্ছেন বামাকে। কী ভাবে বামাচরণ হয়ে উঠেছিলেন সাধক বামাক্ষ্যাপা তা দেখাচ্ছেন স্বয়ং তারা মা। বামার একের পর এক কাণ্ডে অবাক হচ্ছে গ্রামবাসীরা।

বামার বক্তব্য,  গ্রামবাসীদের পুজোর ধরন ঠিক নেই। মাটির প্রতিমাগুলি কষ্ট পাচ্ছে পুজোর ভুল নিয়মের চাপে। আর তাই সে ঝুড়িতে করে সব মূর্তি নিয়ে জলে ফেলে দেয়। মূর্তিগুলি নাকি বামার কাছে সাহায্য চেয়েছে। এই কথা বামার কাছ থেকে গ্রামবাসীরা শোনার পরই চটে যায় তেলেবেগুনে। তারা বামাকে শাস্তি দিতে উদ্যত হয়। এই সবকিছুর হাত থেকে বামাকে বাঁচাতে তাকে মামাবাড়িতে পাঠিয়ে দেয় বামার বাবা-মা। সেখানেই বেড়ে উঠতে থাকে বামা। পাশাপাশি বড় মায়ের প্রতি সে হয়ে উঠতে থাকে আরও যত্নশীল। সোজা কথায় যাকে বলে তারা ভক্ত হয়ে ওঠে সে। বিপদে পড়লে তাকে দু'হাত দিয়ে রক্ষা করে তারা মা।

কৈশোর পেরিয়ে খুব শীঘ্রই যৌবনে পা রাখবে বামা। তাই দেখতে ভুলবেন না 'মহাপীঠ তারাপীঠ' সোম থেকে শুক্র রাত ১০ টায়, স্টার জলসায়।

এটা শেয়ার করতে পারো

...

Loading...