Maha Kumbh Mela 2025: কুম্ভস্নান সারলেন টলিউডের একঝাঁক তারকারা, কারা পৌঁছালেন প্রয়াগরাজে?

দীর্ঘ ১৪৪ বছর পর আসবে মহাকুম্ভযোগ। সে কারণে ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নানের সুযোগ হাতছাড়া করতে চাননা কেউই। এই পুণ্যযাত্রায় বলিউড থেকে টলিউড নানা পরিচিত মুখকে দেখা গেছে। এবার সেই তালিকায় নাম লেখালেন অভিনেত্রী দেবলীনা কুমার, পরিচালক অরিন্দম শীল এবং অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়।

বাবা মায়ের সঙ্গে পুণ্যস্নান সারলেন দেবলীনা। সমাজমাধ্যমে এক পোস্টে দেখা গেছে, বাবা-মায়ের হাসিমুখে সঙ্গে ত্রিবেণীর জলে দাঁড়িয়ে রয়েছেন তিনি। অভিনেত্রী লিখেছেন, “মহাকুম্ভ মেলা ২০২৫-এ থাকার সুযোগ পেলাম। আবার ১৪৪ বছর পরে এমন সুযোগ আসবে। আমি মন থেকে খুবই আধ্যাত্মিক মানুষ। কিন্তু শুধু আধ্যাত্মিকতাই নয়, আমি তার চেয়েও বড় অভিজ্ঞতা অর্জন করতে চেয়েছিলাম। কারণ এই জীবনে আর এই সুযোগ পাব না।”

এই একই অনুভূতি অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের। স্বামী সৌম্য বক্সীর সঙ্গে তিনিও মহাকুম্ভে পুণ্যস্নান সেরেছেন। সমাজমাধ্যমের পোস্টে অভিনেত্রী জানিয়েছেন, ‘‘সৌভাগ্য, আমি মহাকুম্ভ মেলায় উপস্থিত থাকতে পেরেছি। ত্রিবেণি সঙ্গমে পবিত্র ডুব দেওয়ার পর এই ধর্মীয় তীর্থক্ষেত্রের মাহাত্ম্য আরও বেশি করে উপলব্ধি করেছি।’’

তবে এই বিষয়ে পিছিয়ে নেই পরিচালক অরিন্দম শীল। সস্ত্রীক প্রয়াগরাজে গেছেন তিনি। তবে তাঁর পুণ্যযাত্রা এখানেই শেষ নয়। জানা গেছে, এরপর তিনি অযোধ্যায় রামমন্দির দর্শনেও যাবেন।

এটা শেয়ার করতে পারো

...

Loading...