শহরে জাদু মেলা

নির্বাচনের প্রাক কালে যুদ্ধ নিয়ে আলোচনার মধ্যেই শান্তির বার্তা দিতে আসছে জাদু মেলা। আগামী ২৮ মার্চ থেকে মোহরকুঞ্জে অনুষ্ঠিত হতে চলেছে জাদু মেলা। জাদুকরের ভেল্কিতে বন্দুক থেকে বেরিয়ে আসা গুলি যুদ্ধ বিরোধী মানুষের হাতে ধরা ফুলের তোড়ায় আটকে যাবে। জাদুর ভেল্কির দাপটে সমাজ ভুলে যাবে যুদ্ধের মন্ত্র। ফেডারেশন অব ইন্ডিয়ান ম্যাজিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগামী ২৮ মার্চ প্রায় ৭০ বছরের পুরনো সংক্ষিপ্ত এই জাদু নাটকই অভিনীত হতে চলেছে মোহরকুঞ্জে। এই বিশেষ মেলা চলবে আগামী ২৮-৩১ মার্চ পর্যন্ত। এই মেলার উদ্দেশ্যে জানা গিয়েছে যে, জাদু মেলার এ বারের থিম, ‘যুদ্ধ নয়, শান্তি চাই’ প্রায় ৮০০ জাদুকরের ওই মেলায় উদ্বোধন থেকেই চমক। প্রশাসনের অনুমতিতে এবং পুলিশের ব্যবস্থাপনায় বিড়লা তারামণ্ডলের সামনে থেকে ক্যাথিড্রাল রোড ধরে মোহরকুঞ্জ পর্যন্ত চোখ বেঁধে মোটরবাইক চালাবেন জনা দশেক জাদুকর। চোখ বেঁধে চালানো হবে গাড়িও। উদ্বোধনী অনুষ্ঠানে ম্যাজিক দেখাবে বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুরাও। বাংলাদেশ, নেপাল, ভুটান থেকেও জাদুকরেরা আসবেন এই মেলায় এমনটাই জানা গিয়েছে।

এই বিশেষ মেলাতে থাকছে জাগলিং, পুতুল নাচ, শ্যাডোগ্রাফি, সাধারণ ভেল্কি বা মাদারি ছাড়াও থাকছে হরবোলা এবং স্যান্ড অ্যানিমেশন। আলো এবং বাদ্যযন্ত্রের উপস্থিতিতে কাচের উপরে বালির রেখায় গল্প ফুটিয়ে তুলবেন শিল্পী। তবে উদ্যোক্তারা জানিয়েছেন যে, সারা দেশে ছড়িয়ে থাকা ম্যাজিকের বিভিন্ন উপকরণকে মেলায় এক ছাতার তলায় নিয়ে আসতে চলেছেন তাঁরা। এছড়াও ফেডারেশন অব ইন্ডিয়ান ম্যাজিক অ্যাসোসিয়েশন জাদুকর ছাড়াও ট্রেনে-বাসে জাগলিং, হরবোলা, শ্যাডোগ্রাফির খেলা দেখানো শিল্পীদের সংগঠনের আওতায় এনেছে বলে জানা যায়। অভাবে দিন কাটানো জাদুকরদের পাশে দাঁড়ানোই এই মেলার প্রধান উদ্দেশ্য। সংগঠনের অন্যতম উদ্যোক্তা সঞ্জয় চট্টোপাধ্যায় জানান, বিজ্ঞান এবং বিনোদনের মিশেলে তৈরি ম্যাজিক, শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষকে আনন্দ দেয়।

স্কুল পড়ুয়াদের মধ্যে ম্যাজিক নিয়ে আগ্রহ তৈরি করতে মেলায় ম্যাজিক শেখানোর ব্যবস্থাও থাকছে। জানা গিয়েছে,  সেখানেই গড়িয়ার বাসিন্দা প্রবীণ জাদুকর দীপক রায়চৌধুরী দেখাবেন যুদ্ধ-বিরোধী ম্যাজিক। তবে এই মেলার থিম প্রসঙ্গে জানা যায় যে, ছোটদের মধ্যে মাল্টিপ্লেক্স আর ভিডিয়ো গেমের যুগে যুদ্ধ নিয়ে উন্মাদনা ছড়িয়ে পড়ছে। যা তাদের পক্ষে একেবারেই ভালো নয়। তাই যুদ্ধের বিরুদ্ধে বার্তা দিতে জাদুকে বেছে নেওয়া হয়েছে। যা অল্প সময়ের জন্য সকলের মন কে ভালো করে দিতে পারবে। সূত্রের খবর, দর্শকদের সামনে বুলেট কামড়ে ধরার খেলাও তুলে ধরার চেষ্টা চলছে। আর এই বিশেষ খেলা জাদুকর প্রিন্স শীলের দেখানোর কথা বলে জানা গিয়েছে। তবে নির্বাচনী বিধি সামনে থাকায় ওই ম্যাজিক দেখানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদি পুলিশের অনুমতি নিয়ে বন্দুকের ব্যবস্থা করা যায় তাহলেই ছুটে আসা গুলি কামড়ে ধরার দৃশ্যও দেখানো সম্ভব হবে বলে জানা যায়। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...