আজ থেকে শুরু জীবনের প্রথম বড় পরীক্ষা। ছাত্র-ছাত্রীরা যাতে প্রতিটি পরীক্ষাকেন্দ্রে সময়মতো পৌঁছতে পারে, সেই কারণে সব ব্যবস্থা করেছে প্রশাসন। গুরুত্বপূর্ণ রাস্তার মোড়গুলিতে থাকছে বাড়তি পুলিশ মোতায়েন। প্রয়োজনে দ্রুত পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য থাকছে আলাদা গাড়ির ব্যবস্থা। শুধু পুলিশকর্মীরাই নন, উচ্চপদস্থ কর্তারাও মঙ্গলবার সকাল থেকে রাস্তায় থাকবেন।
১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক শুরু হয়ে ২৭ ফেব্রুয়ারি অব্দি চলবে। এবারে মোট পরীক্ষার্থী সংখ্যা ১ লক্ষ ১৫ হাজার ৮৮৮ জন। প্রশ্নপত্র সকাল সাড়ে দশটায় পৌঁছে যাবে। কোনও প্যাকেট প্রধান শিক্ষকের ঘরে খোলা হবেনা। সরাসরি পরীক্ষার হলে পরীক্ষার্থীদের সামনে প্রশ্নপত্র খোলা হবে। তাছাড়াও প্রশ্ন ফাঁস রোখার জন্য ছ'টি জেলার ৪২টি ব্লকে ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। শিক্ষক-পরীক্ষার্থীদের মোবাইল, স্মার্ট ঘড়ি প্ৰভৃতিতেও নিষেধাজ্ঞা জনিয়েছে পর্ষদ। পরীক্ষার সময় শুধুমাত্র স্বচ্ছ বোর্ড ব্যবহার করতে পারবে পরীক্ষার্থীরা। সোমবার স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত নেন। সকাল ১১.৪০ মিনিট থেকে বিকেল ৩ টে পর্যন্ত ইন্টারনেট বন্ধ থাকবে। পরীক্ষার্থীদের কাছে মোবাইল পাওয়া গেলে পরীক্ষা বাতিল করা হতে পারে বলেও সাবধান করে দিয়েছে পর্ষদ। জানানো হয়েছে প্রতিটি পরীক্ষাকেন্দ্রে ১ জন করে সরকারি আধিকারিক থাকবেন।