আর কয়েকটি দিন পরেই শুরু হতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব, দুর্গোৎসব। তাই এখন প্রবল ব্যাস্ততার মধ্যে চলছে বাঙালির শেষ মূহুর্তের প্রস্তুতী।
জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯ অনুষ্ঠান উপলক্ষে আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন মাধব দাস লেন, কালিদাস স্পোর্টিং ক্লাবের সদস্যবৃন্দ। সঞ্চালক সিঞ্চিতার সাথে তাদের পুজোর বিষয়ে জানলেন কার্যনিবাহী কমিটির দুই সদস্য নামব দাস ও প্রিয়াংশু দাসগুপ্ত ও থিম শিল্পী মনোজিৎ সরকার।
এই বছর ৪৯তম বর্ষে তাদের থিম “ডাকে এল মা”। মন্ডপের সাথে সমন্বয় রেখে থাকছে আবহ সঙ্গীত- যার দায়িত্বে আছেন বিখ্যাত শিল্পী নাসিব আকতার। পুজোর পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজ কর্মে নিযুক্ত থাকেন এই পূজা কমিটি যথা- চক্ষু পরীক্ষা শিবির, স্বেচ্ছায় রক্তদান শিবিরের মত সামাজিক কাজ। পয়লা অক্টেবর অর্থাৎ তৃতীয়ায় শুভ সূচনা হবে তাদের দুর্গা পুজোর। অষ্টমীর দিন পাড়ার বাসিন্দা সহ সকল দর্শনার্থীদের জন্য থাকবে মহাভোজের আয়েজন।