'Madame Cakes and Bakes' জীবনে এনে দেয় সাফল্যের স্বাদ

জিভে স্বাদ আনার পাশাপাশি ‘ম্যাডাম কেকস অ্যান্ড বেকস’ জীবনেও এনে দেয় সাফল্যের স্বাদ। বহু মানুষের মুখে হাসি ফুটিয়েছে 'ম্যাডাম'। 'ম্যাডাম' কীভাবে হয়ে উঠল জীবন বদলের অনুঘটক জানালেন সংস্থার Franchise owner Shibani Basak...

শিবানী দেবী জানিয়েছেন, ব্যবসা শুরু করেছিলেন কিছুটা নিজের চাহিদায়। কারণ চার দেওয়ালের মাঝে সারাক্ষণ বদ্ধ থাকা, সংসারের গন্ডিতে, ধরা বাঁধা জীবনের একঘেয়েমি পেরিয়ে তিনি খুঁজে পেতে চেয়েছিলেন নিজের স্বাধীন আকাশ। চেয়েছিলেন জীবনে আসুক আর্থিক স্বাধীনতা।

নিজের শিক্ষা ও অধ্যাবসায়কে কাজে লাগিয়ে সৎ ও সঠিক পথের সন্ধান করছিলেন তিনি। সেই ভাবনাতেই প্রায় ২৭ বছর আগে একটি কেকের দোকান শুরু করেন। সেইভাবেই ব্যবসার শুরু।

প্রথম দিনের কথা বলতে গিয়ে আজও আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। সেদিন আয় হয়েছিল ১৯০ টাকা। আজ তাঁর আয় প্রতিমাসে ২০-২২ হাজার টাকা।

চেয়েছিলেন নিজের জীবনের মোড় ঘোরাবেন তিনি নিজেই। ধাপে ধাপে আসুক উন্নতি। 'ভাল’ থেকে 'আরও ভাল' হোক। সেই ভাবেই শিবানী দেবীর জীবনে 'ম্যাডাম'-এর প্রবেশ। সাধ্যের মধ্যে ভাল স্বাদের টানেই তিনি আপন করে নেন 'ম্যাডাম'কে। ছোট থেকে বড় সকলেই এই ব্র্যান্ড-এর কেক পেস্ট্রি পছন্দ করে।

নিজের চেষ্টায় নিজেদের আকাশ খুঁজে পাওয়া সহজ নয়। বাধা অনেক কিন্তু ইচ্ছে আর জেদটাকে বাঁচিয়ে রাখতে হবে। 'ম্যাডাম' সংস্থার কর্ণধারকে সাধুবাদ জানিয়েছেন তিনি। ব্যবসায়িক ক্ষেত্রে মহিলা উদ্যোগের পাশে থাকার জন্য।

এটা শেয়ার করতে পারো

...

Loading...