সম্প্রতি 'ইনট্রিগ হোম' চালু করেছে তাদের নতুন স্টোর। কলকাতার ক্রিস্টোফার রোডে তাদের এই নতুন স্টোরে বেড ও বাথ লিনেন-এর বিভিন্ন কালেকশান পাওয়া যাবে। গত পঁচিশ বছর ধরে হোম টেক্সটাইলের ইন্ড্রাস্ট্রির ‘বিগনেম’ 'ইনট্রিগ হোম'। কলকাতার চাহিদা মেটাতে বেড ও বাথ লিনেনের স্টোর চালু করেছে এই সংস্থা। এই স্টোরে মিলবে ইজিপশিয়ান কটনের বিভিন্ন বেড শীট, আকর্ষণীয় কুশন ও বালিশ ইত্যাদি।
কাস্টোমাইজ পছন্দে কেনাকাটার সুযোগও রয়েছে এই স্টোরে। স্টোর লঞ্চের দিন উপস্থিত ছিলেন প্রাক্তন মিস কলকাতা ও মিস ইন্ডিয়া আইএবি লোপামুদ্রা মন্ডল। তিনি এই স্টোর নিয়ে বলেছেন, "কলকাতা শহরে এই স্টোরটি চালু হওয়ায় আমি খুব খুশি। আগে এই শহরে এই ধরনের বিলাসবহুল বেড ও বাথ লিনেন স্টোরের অভাব ছিল। আমি শহরে এই ব্র্যান্ডটির পরিচয় করিয়ে দিতে পেরেছি। এবার সকলেই এই স্টোরে এসে নিজের পছন্দের বেড ও বাথ লিনেন কিনতে পারবেন।"