ভাগ্য নির্ধারণ লিগ্যাল সেলের ওপর

                      আইলীগে অবশেষে শেষ হাসি হাসল চেন্নাই সিটি এফসি। কিন্তু জোর সম্ভাবনা ছিল ইস্টবেঙ্গলের। কিছুটা নিজের দোষেও শেষাবধি পিছিয়ে পড়েছিল লাল-হলুদ শিবির। কিন্তু লীগ শেষ হওয়ার পর চেন্নাই মিনার্ভা ম্যাচ নিয়ে প্রশ্ন তোলে লাল-হলুদ শিবির। এই ম্যাচ দেখার পর ইস্টবেঙ্গল অভিযোগ তোলে এই গড়া পেটার  ম্যাচ আর কতদিন চলবে, সঙ্গে এও তারা জানায় যে এর শেষ দেখে তারা ছাড়বে। তবে তার সত্যতা যাচাই করবে ফেডারেশন। সেক্ষেত্রে  ম্যাচ কমিশনারের রিপোর্ট ফেডারেশনের ইন্টিগ্রিডি রিপোর্ট বলছে অন্য কথা। তবে  ফেডারেশনের শীর্ষ কর্তারা এ বিষয়ে চিন্তিত নন। পেদ্রোর স্পট কিক নেওয়ার ভিডিও প্রসঙ্গে তারা জানিয়েছেন যে এই ধরনের কিক ফুটবলেরই এক ট্যাক্টিস। এভাবে অনেক ফুটবলাররাই গোলরক্ষককে বিভ্রান্ত করে। তবে এই কথায় লাল-হলুদ কর্তা থেকে ফুটবলার কেউই সন্তুষ্ট নন। ম্যাচ কমিশনার নিজে রিপোর্টে উল্লেখ  করেন  ''ম্যাচটিতে সঠিক স্পিরিটে ফুটবল হয়নি'' আর এই কথাতেই আরো চটে যান লাল-হলুদ  কর্তারা। তাই তারা পরবর্তী পদক্ষেপ নিতে চলেছেন।

                        ফের তারা মিনার্ভা ম্যাচের সিডি দেখেন। এরপর এই সিডি তারা বেঙ্গালুরুতে লিগ্যাল সেলের কাছে পাঠান। ম্যাচের সিডি দেখে লিগ্যাল সেলের যদি মনে হয় ফেডারেশনের কাছে প্রতিবাদ করার মতো জায়গা আছে, তবেই ফেডারেশনের দ্বারস্থ হবেন তারা। নচেৎ নয়।  তবে এখন জানা যাচ্ছে এ এফ সি-র  প্রতিনিধি ওই ম্যাচে হাজির থাকায় ফেডারেশন বিষয়টিকে বেশ গুরুত্ব দিচ্ছেন।

                         

এটা শেয়ার করতে পারো

...

Loading...