'ওয়ার্ল্ড কিডনি ডে' উপলক্ষ্যে ওয়াকেথনের আয়োজন করেছিল 'লাভ এন্ড কেয়ার' সংস্থা। ওয়াকেথনে পায়ে পা মিলিয়েছিল ২৫০-এর ও বেশি মানুষ এবং কলকাতার সরকারি-বেসরকারি হাসপাতালের ডাক্তাররা। ওয়াকেথনটির সূচনা হয়েছিল 'মিন্টো পার্ক' থেকে এবং তা রবীন্দ্র সদন হয়ে 'ভিক্টোরিয়া মেমোরিয়াল' অবধি গিয়ে শেষ হয়েছিল। অর্গান ডোনেশনের বিষয় নিয়ে সমাজকে নানা বার্তা দেওয়াই ছিল তাদের মূল উদ্দেশ্য। একটি অর্গান একটি প্রাণ বললে হয়তো কিছু অত্যুক্তি হয় না। বর্তমানে অর্গান ডোনেশনের কিছু খবর আমাদের সামনে এলেও, অর্গান ডোনেশন বিষয় নিয়ে সমাজ যাতে আরো বেশি অবগত হতে পারে সেটাই উদ্দেশ্যে ছিল 'লাভ এন্ড কেয়ার' সংস্থা-র। সেই ওয়াকেথনের সাক্ষী জিয়ো বাংলা।