ভয়াবহ করোনার অভিঘাতে স্তব্ধ হয়ে গিয়েছে। মৃত্যু ভয় আর আতঙ্কে সিঁটিয়ে আছে গোটা নিউইয়র্ক শহরটাই। শুনশান পথ ঘাট থমথমে। সাইরেনের শব্দ কানে এলেই ভয়। কিন্তু তার মধ্যেও জেগে আছে ভালোবাসা। শত বিপদ, মন্বন্তর, মহামারীতেও হাত ছেড়ে না যাওয়ার আশ্বাস। এমনই এক ছবি দেখল নিউইয়র্ক। বছর ২৮ এর রেলি জেনিংস আর ৩৮ এর আমান্দা হুইলার এর হাত ধরে।
করোনার আতঙ্ক যখন ভারি হয়ে বাতাস তখন তারা আবদ্ধ হলেন বিয়ের বন্ধনে। ম্যানহাটনের এক খোলা রাস্তায়। রাস্তা না বলে যাকে গলি বলাই ভালো।
বিগ ফ্যাট ওয়েডিং এর পরিকল্পনা ছিলই। কিন্তু করোনার কারণে তা বাতিল করতে বাধ্য হয় এই সমকামী যুগল।
তাদের এক বন্ধু লাইসেন্স প্রাপ্ত ম্যারেজ অফিসার। তার চারতলা বাড়ির জানলা থেকে বিয়ের মন্ত্র উচ্চারণ করেন। বিয়ের সাক্ষী থাকে আশপাশের জানলার মানুষরা। শুভেচ্ছা জানান তাঁরা। 'লাভ ইন দ্য টাইম অফ কলেরা' গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের বিখ্যাত উপন্যাস থেকে পড়েও শোনানো হয়। যেখানে শেষ পর্যন্ত মারী নয়, জয় হয় মানুষের।