পৃথিবীতে অজানা রোগের শেষ নেই, রোজই প্রায় আমরা পরিচিত হচ্ছি নানা ধরণের অজানা রোগের সাথে। আগেও হয়তো সেইসব রোগ ছিল, কিন্তু প্রযুক্তি এতটা এগিয়ে ছিলো না, ফলে আমরা সেইসব রোগের নাম বাতার কারণ জানতাম না।উন্নত প্রযুক্তির সাহায্যে যেমন সেইসব রোগের ব্যাপারে আমরা জানছি তেমন তার প্রতিকারও সম্ভব হচ্ছে। 'মোটর নিউরোন ডিসিস' এমন একটি নিরাময়হীন অসুখ যা আক্রান্ত ব্যাক্তি ধীরে ধীরে কথা বলা ও হাঁটা-চলার শক্তি হারায়।ক্রমশ তার শরীর এমন অবশ হয়ে যায় যাতে কোনরকম শারীরিক গতিবিধি সম্ভব হয় না।মহারাষ্ট্রের সোনাল (কাল্পনিকনাম) ও এই অসুখে আক্রান্ত হয়, কিন্তু সে একটি অভাবনীয় পদ্ধতির সাহায্যে তারকণ্ঠস্বরকে সংরক্ষণ করে তার ছোট্ট মেয়ের জন্য, যাতে তার মেয়ে মায়ের গলারস্বর সারাজীবন শুনতে পায়।সে জন্য বিশ্বের এক নামি মোবাইল সংস্থা একটি বিশেষ পদ্ধতির আবিষ্কার করেছেন।বিক্সবি প্রযুক্তির সাহায্যে তারা সোনালের কণ্ঠস্বরকে রেকর্ড করে রেখেছে।এই ডিজিটাল ক্যাম্পেন এর সাহায্যে এই মোবাইল কম্পানী সোনালের কণ্ঠস্বর সংরক্ষণ করেছে।স্মার্টফোনের সাহায্যে তার পরিবার ও ভালোবাসার মানুষজন সারাজীবন তার কণ্ঠস্বর যেমন শুনতে পারবেন, তেমনি তার ছোট্ট মেয়েটির মনে হবে তার মাস বসময় তার সাথে সাথেই রয়েছেন।