ভালোবাসার দিনেই ভালোবাসা পরিণতি পেল অফিসের চৌহদ্দির মধ্যে। কাজের চাপকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজেদের মতো করে নিজেরা গুছিয়ে নিলেন সবকিছু। হাওড়ার উলুবেড়িয়ায় এই ঘটনা ঘটল গতকাল ভ্যালেন্টাইন ডে-র দিন। আইএএস অফিসার তুষার সিংলা এবং আইপিএস অফিসার নভোজিৎ সিমি বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অফিসেই।
তুষার সিংলা নিজে উলুবেড়িয়ার মহকুমাশাসক এবং নভোজিৎ সিমি পটনার এএসপি (ট্রেনিং)। তবে তুষার এবং নভোজিৎ দুজনেই আসলে পঞ্জাবের বাসিন্দা। কাজ সামলাচ্ছেন দুই রাজ্যের। কাজের সূত্রেই আলাপ দু'জনের। পরে পরিচয় থেকেই পরিণয়, তারপর সিদ্ধান্ত বিয়ের। কিন্তু কাজের চাপে বিয়ের মত সঠিক সময় বের করা যাচ্ছিল না। তাই নিজের জায়গাকেই রেজিস্ট্রি করার জন্য বেছে নিলেন এবং প্রেমিকাকে সেখানেই ডেকে নিলেন। শুক্রবার সকাল ১১টা নাগাদ রেজিস্ট্রি হয়। তার আগে অবশ্য রাত আড়াইটে নাগাদ স্থানীয় এক কালীমন্দিরে ওঁরা মালাবদল করে নিয়েছেন। বিয়ের পর খুশি পাত্র-পাত্রী জানালেন রিসেপশনে সকলকে আমন্ত্রণ জানাবেন। বিয়ের পর আলাদা আলাদা থেকে সংসার কীভাবে করবেন জিজ্ঞেস করায় তুষার জানান, দুই রাজ্যের ভোট পর্ব মিটে গেলে স্ত্রীকে নিজের কাছে নিয়ে আসবেন।
বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পক্ষের নিকট আত্মীয়রা এবং মহকুমা শাসকের দফতরের কর্মীরা।