আধুনিকতার জয়গানে নিজেদের মজিয়ে রাখলেও কুসংস্কার আমাদের পিছু ছাড়ে না। আমরা নিজেরাই অভ্যস্ত হয়ে গেছি বেশ কিছু কুসংস্কারের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে। আমাদের এই মেনে নেওয়াগুলিকে ঝেড়ে ফেলে দেওয়ার মতো শক্তিশালী হাতিয়ার থুড়ি মন নেই। আমরা বসবাস করি ওই সব কুসংস্কারগুলিকে সঙ্গে নিয়েই। এমন কেউ নেই যে আমাদের এই সব কুসংস্কারগুলির সমালোচনা করে আমাদের সেই জায়গা থেকে সরিয়ে আনবে। তবে, আর বেশি দেরি নেই। খুব শীঘ্রই পাঁচজনের একটি দল আসছে আমাদের সংস্কারমুক্ত করতে। কারা তারা? না, নাম জানা যায়নি এখনও তাদের। আসন্ন বাংলা ধারাবাহিক ‘অলৌকিক না লৌকিক’-এর কথা বলছি। চারটি ছেলে ও একটি মেয়ে এবার দিকে দিকে ঘুরে বেরিয়ে সরেজমিনে খোঁজ লাগিয়ে সমাজকে কুসংস্কারমুক্ত করবে বলে ঠিক করেছে। এই চারটি ছেলের চরিত্রে দেখা যাবে দেবপ্রিয় মুখোপাধ্যায়, কার্তিক ত্রিপাঠী, সৌম্যদীপ সাহা, ঋদ্ধিশ চৌধুরীকে। আর মেয়েটির চরিত্রে দেখা যাবে সোহিনী বন্দ্যোপাধ্যায়কে।
ধারাবাহিকের প্রোমো ইতিমধ্যেই সামনে এসেছে দর্শকের। প্রথম প্রোমোটি দেখেছেন দর্শক। মূলত একটি বিজ্ঞানভিত্তিক ধারাবাহিক হতে চলেছে ‘অলৌকিক না লৌকিক’। মানবকূলের সমস্ত কুসংস্কার আর গোঁড়ামিকে এক তুড়িতে উড়িয়ে দিতে আসছে এই ধারাবাহিক। স্বাভাবিকভাবেই শাশুড়ি-বউমার ঝগড়া, ষড়যন্ত্র, চাপানউতোর এই ধারাবাহিকের অঙ্গ হয়ে উঠবে না এমন আশা বাতুলতা নয়। জ্যোতিষীদের ভণ্ডামি, ভণ্ড গুরুদেবদের ধর্মীয় গোঁড়ামি এবার ঘুচবে। তবে, তা অনস্ক্রিনে। অনস্ক্রিনই পারে পর্দার ওপারের মানুষগুলিকে সচেতন ও সজাগ করতে। এই ধারাবাহিক দেখে মানুষের মনে যদি এতটুকুও সচেতনতা জন্ম নেয় তা হলেই ধারাবাহিকের সাফল্য। নচেত নয়।
বাংলা ধারাবাহিকে এখন নানা ধরনের বিষয় নিয়ে কাজ হয়। কমেডি, ভৌতিক, ঐতিহাসিক, পিরিয়ড ড্রামা, ফ্যামিলি ড্রামা কোনওটাই বাদ পড়ে না। তবে, শুধুমাত্র কুসংস্কারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর গল্প নিয়ে কাজ এর আগে হয়নি বাংলা টেলিভিশনের পর্দায়। সেই জায়গায় দাঁড়িয়ে এই কনসেপ্টটি নিঃসন্দেহে আনকোরা তা বলাই বাহুল্য। ঠিক কবে থেকে আর কোন স্লটে এই ধারাবাহিকটি আসছে তা জানা যায়নি এখনও পর্যন্ত।