আবারও এক পুরাণধর্মী ধারাবাহিক আসতে চলেছে হিন্দি টেলিভিশনের পর্দায়। আসছে ‘রাম সিয়া কে লব কুশ’। রাম-সীতার জীবনের অনেক অজানা কাহিনী উঠে আসবে এই ধারাবাহিকে। চলছে অনেক রিসার্চ। ১০০০ জন টেকনিসিয়ানের পরিশ্রমের ফসল এই ধারাবাহিক। এহেন ঘটনা এর আগে টেলিভিশন দুনিয়ায় ঘটেছে বলে মনে পড়ে না।
সেজে উঠেছে অযোধ্যা নগরী, অশোকবন, আশ্রম। সীতার চরিত্রে দেখা যাবে শিব্যা পাঠানিয়াকে। আর রামচন্দ্রের চরিত্রে হিমাংশু সোনি। এ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কিংশুক বৈদ্য, স্তভন শিল্ডে, হর্ষদ চোপড়া, সুমেধ মুদগলকর, রিনা কাপুর সহ আরও অনেককে।
চমক শেষ নয় এখানেই। এই ধারাবাহিকের জন্য কস্টিউম ডিজাইন করেছেন বাংলার মেয়ে প্রিয়া সেন। পুরাণধর্মী ধারাবাহিকের ক্ষেত্রে কস্টিউম একটা বড় ভূমিকা পালন করে। তৎকালীন পোশাক পরিচ্ছদ, গয়নাগাঁটির রকমসকম সম্বন্ধে সম্যক জ্ঞান না থাকলে কস্টিউম ডিজাইন করার কাজটি বেশ কঠিন। তাই বিষয়টি নিয়ে বেশ ভাল রকমের রিসার্চ চালাচ্ছেন প্রিয়া সেন।
আগামী ৫ অগাস্ট থেকে হিন্দি টেলিভিশনের পর্দায় আসছে নতুন ধারাবাহিক ‘রাম সিয়াকে লব কুশ’। সম্প্রচারিত হবে সোম থেকে শুক্র রাত সাড়ে ৮ টায়।