Longest National Highway: ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? এটি মোট ১১ টি রাজ্যের মধ্যে দিয়ে গেছে

ভারতবর্ষের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার সবচেয়ে সাশ্রয়ী যাত্রাপথ হল সড়ক। দেশজুড়ে যোগাযোগ ব্যবস্থা বজায় রাখে এটি। সমস্ত জাতীয় সড়ক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করে The National Highways Authority of India বা NHAI । কিন্তু আপনি কী জানেন, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি?

ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হল NH 44৷ এই সড়কের পূর্ববর্তী নাম ছিল National Highway 7। এটি শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত প্রায় ৩,৭৪৫ কিমি দীর্ঘ এবং বর্তমানে এটি North-South Corridor of the National Highways Development Project বা (NHDP)-এর অন্তর্গত।

শ্রীনগর থেকে শুরু হয়ে কন্যাকুমারী অবধি লম্বা এই NH 44 সড়কটি যাত্রাপথে ১১ টি রাজ্য অতিক্রম করে। এর মধ্যে রয়েছে জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্র প্রদেশ, কর্ণাটক এবং তামিলনাড়ু রাজ্য। রাজ্যগুলিতে এই সড়কটির দৈর্ঘ্য হল, পাঞ্জাব ২৫৪ কিমি , হরিয়ানা ১৮৪ কিমি, উত্তর প্রদেশ ১২৮ কিমি, মধ্য প্রদেশ ৫০৪ কিমি, মহারাষ্ট্র ২৩২ কিমি, তেলেঙ্গানা ৫০৪ কিমি, অন্ধ্র প্রদেশ ২৫০ কিমি, কর্ণাটক ১২৫ কিমি এবং তামিলনাড়ু ৬২৭ কিমি।

এছাড়াও এই মহাসড়ক যোগ করেছে ২১ টি অন্যতম প্রধান শহরকে। তার মধ্যে রয়েছে যেমন- শ্রীনগর, অনন্তনাগ,দমেল, জম্মু, পাঠানকোট, জলন্ধর, লুধিয়ানা, আম্বালা, কুরুক্ষেত্র, পানিপথ, সোনিপাত, দিল্লি, ফরিদাবাদ, মথুরা, আগ্রা, গোয়ালিয়র, ঝাঁসি, সাগর, লখনাদোন, সেওনি, নাগপুর, আদিলাবাদ, হায়দ্রাবাদ, কর্নুল, অনন্তপুর, বেঙ্গালুরু, সালেম, নামাক্কাল, করুর, ডিন্ডিগুল মাদুরাই, তিরুনেলভেলি এবং কন্যাকুমারী।

লম্বা যাত্রাপথ অতিক্রম করে বলেই এই দীর্ঘ হাইওয়েতে ভারতবর্ষের সমৃদ্ধি ও সংস্কৃতির ঝলক দেখতে পাওয়া যায় আক্ষরিক অর্থেই ভারতের উত্তরপ্রান্ত থেকে দক্ষিণপ্রান্তকে জুড়ে রেখেছে এই NH 44৷

এটা শেয়ার করতে পারো

...

Loading...