ঘর ছেড়েছে লোকনাথ। তার সাথী বেণী আর গুরুজি। অনেক ঝড় ঝাপটা, পথের বিপদ অর্থাৎ প্রতিকূল পরিস্থিতি সামলে তারা পৌঁছে গিয়েছে তাদের বহু আকাঙ্খিত তীর্থস্থান কালীঘাটে। মা কালীর নিরাপদ আশ্রয়ে। কিন্তু এখনও মায়ের দর্শন মেলেনি তাদের। মায়ের দর্শন মেলা কি অতই সহজ? আর তা খুব ভাল করেই জানে একরত্তি লোকনাথ। সে জানে না এমন কিছু তো নেই দুনিয়ায়। তবু তার চেষ্টার শেষ নেই। মায়ের দর্শন যে তাকে পেতেই হবে।
কালীঘাটে পৌঁছে লোকনাথ আর বেণী পড়ে তান্ত্রিক প্রণবানন্দের খপ্পড়ে। প্রণবানন্দ মায়ের দর্শন করতে দিতে চায় না ওদের। সে বলে, মায়ের দর্শন করতে হলে কিছু কঠিন পরীক্ষা দিতে হবে তাদের। সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই মিলবে মাতৃদর্শন। লোকনাথ তাতেই রজি হয়। সে কি পারবে প্রণবানন্দের সব কঠিন পরীক্ষায় সফল হতে?
জানতে হলে সোম থেকে রবি সন্ধে সাড়ে ৭ টায় ‘জয় বাবা লোকনাথ’দেখুন জি বাংলায়।