Lokkhikantopur Local: রাম কমল মুখোপাধ্যায়ের পরবর্তী ছবি ‘লক্ষ্মীকান্তপুর লোকাল,’ কারা থাকছেন সিনেমায়?

'বিনোদিনী-একটি নটীর উপাখ্যান'-এর পর পরিচালক রাম কমল মুখোপাধ্যায়ের পরবর্তী ছবি ‘লক্ষ্মীকান্তপুর লোকাল।’ বাংলা সিনেমাপ্রেমী দর্শকদের জন্য তিনি একেবারে নতুন ধরনের একটি সিনেমা নিয়ে আসছেন, যা মূলত জীবন থেকে নেওয়া গল্প।

 

হাইলাইটসঃ
১। রাম কমল মুখোপাধ্যায়ের পরবর্তী ছবি ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’
২। এই সিনেমা মূলত জীবন থেকে নেওয়া গল্প
৩। ছবিটি পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে শুট করা হয়েছে

এই সিনেমার পরিচালক রাম কমল মুখোপাধ্যায়, প্রযোজক সঙ্গীতা সিনহা এবং প্রযোজনা সংস্থা অ্যাঞ্জেল ক্রিয়েশন। সঙ্গীতা এই সিনেমায় অভিনেত্রী ও প্রযোজনা উভয় দায়িত্বই সামলেছেন। এছাড়াও সিনেমার প্রধান চিত্রগ্রাহক হলেন আয়ান সিল ও সঙ্গীত পরিচালনা করেছেন মানীশ চক্রবর্তী।

তবে ছবির কাস্টিং খুব গুরুত্বপূর্ণ এই ছবিতে। এই সিনেমায় একই পর্দায় দেখা যাবে বাংলা সিনেমা জগতের নামীদামি তারকাদের। যার মধ্যে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, কৌশিক গঙ্গোপাধ্যায়, পাওলি দাম, চন্দ্রায়ী ঘোষ, ইন্দ্রনীল সেনগুপ্ত, সঙ্গীতা সিনহা, শৌর্য ভট্টাচার্য, সায়নী ঘোষ, রাজনন্দিনী পাল এবং দেবাশীষ মন্ডল সহ একাধিক জনপ্রিয় কলাকুশলীরা।

‘লক্ষ্মীকান্তপুর লোকাল’ ছবিটি পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে শুট করা হয়েছে। পরিচালক রাম কমল মুখোপাধ্যায় সিনেমার শুটিং সম্পর্কে বলেন, "যেকোনো পরিচালকের জন্য এমন দক্ষ অভিনেতাদের সাথে কাজ করা সম্মানের বিষয়, যারা তাঁদের কাজ ভালোভাবে জানেন। কৌশিক দা থেকে ঋতুদি, পাওলি থেকে চন্দ্রায়ী— সবাই এতটাই ভালো কাজ করেছেন যে, একসাথে আমরা সর্বোচ্চ মানের কাজ উপস্থাপন করতে পেরেছি।"

ছবিটি বিভিন্ন জীবনের মান এবং পেশার গল্প নিয়ে তৈরি হয়েছে, যা পোশাক ডিজাইনার পৌলমি গুপ্তের সঠিক পোশাক ব্যবস্থার মাধ্যমে নিপুণভাবে তুলে ধরা হয়েছে। বর্ষীয়ান শিল্প নির্দেশক অমিত চ্যাটার্জী, যিনি রাম কমলের হিন্দি শর্ট ফিল্ম 'ব্রোকেন ফ্রেম'-এ কাজ করেছিলেন, তিনি আবারও যোগ দিয়েছেন এই সিনেমায়। এছাড়াও রাম কমলের প্রিয় সম্পাদক প্রণয় দাসগুপ্ত 'বিনোদিনী-একটি নটীর উপাখ্যান'-এর পর এই ছবিতেও রয়েছেন ও সহকারী পরিচালক ও কাস্টিং ডিরেক্টর হিসেবে দলে যোগ দিয়েছেন পাওয়ান আগরওয়াল।

এটা শেয়ার করতে পারো

...

Loading...