Local Train Update: ‘মাতৃভূমি লোকাল’ –এ পুরুষদের জন্য তিনটি কামরা বরাদ্দ করল শিয়ালদহ ডিভিশন

এবার ‘মাতৃভূমি লোকাল’ বা ‘লেডিজ স্পেশাল’ ট্রেনে পুরুষদের জন্যও বরাদ্দ হল জায়গা। শিয়ালদহ ডিভিশনের ওই ট্রেনে নির্ধারিত মাঝের তিনটি কামরা অর্থাৎ ৪, ৫ ও ৬ নম্বর কোচ জেনারেল করা হয়েছে। ফলে কোনওরকম জরিমানা ছাড়াই পুরুষ যাত্রীরা ট্রাভেল করতে পারবেন ‘মাতৃভূমি লোকাল’ –এ। সোমবার থেকেই এই সুবিধা পাওয়া যাবে।

‘মাতৃভূমি লোকাল’ বা ‘লেডিজ স্পেশাল’ ট্রেন মূলত মহিলা যাত্রীদের নিরাপদ ও আরামদায়ক যাত্রার জন্য চালু করা হয়েছিল। দিনের ব্যস্ততম সময়ে এই ট্রেনগুলি চালানো হয়। এই মুহূর্তে শিয়ালদহের বিভিন্ন শাখায় মোট ছ’জোড়া ‘লেডিজ স্পেশাল’ ট্রেন চলে। কিন্তু কিছুদিন আগে অফিস টাইম ছাড়া অন্য সময়ের এই মহিলাদের বরাদ্দ ট্রেনে জায়গা ফাঁকা থাকা সত্ত্বেও পুরুষদের উঠতে দেওয়া হয় না বলে দাবি তুলে বিক্ষোভ দেখান একাধিক যাত্রীরা। এরফলে ট্রেন অবরোধও চলে রেলের বিভিন্ন শাখায়। এরপর এই নিয়ে সার্ভে করে রেল কর্তৃপক্ষ। অবশেষে সব বিষয় পর্যালোচনা করে রবিবার ‘লেডিজ স্পেশাল’ ট্রেনের মাঝের তিনটি কামরা জেনারেল করবার সিদ্ধান্ত গ্রহণ করেছে রেল।

অন্যদিকে, লোকাল ট্রেনে মহিলা যাত্রীদের সংখ্যা ক্রমশঃ বাড়ায় সম্প্রতি শিয়ালদহ ডিভিশনের ৯০০টি ট্রেনে মহিলাদের জন্য বরাদ্দ কামরা বাড়ানো হয়েছে। প্রতিটি ট্রেনে মোট তিনটি কামরা সংরক্ষিত করা হয়েছে। এরপরেই ‘মাতৃভূমি লোকাল’ নিয়ে পুরুষদের ক্ষোভ ফেটে পড়েছিল। কিন্তু রেলের এই সিদ্ধান্তের পর পরিস্থিতি স্বাভাবিকের দিকে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...