মানুষের জীবনে টাকার দরকার হরদম থাকে, তবে দুর্ঘটনা তো কাউকে বলে আসে না| তাই আমাদের জীবনে লোনের দরকার যেকোনো মুহুর্তে পড়তে পারে| কিন্তু সেই মুহূর্তগুলোতে যদি আমরা জরুরি সাহায্যের হাতটা না পাই তাহলে তার থেকে বেশি দুর্ভাগ্যজনক আর হতে পারে না। তবে এই লোনের নতুন দিশা দেখালেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, লোন পাওয়ার আবেদন এবার গৃহীত হবে মাত্র ৫৯ মিনিটে| শুক্রবার ২রা নভেম্বর আমাদের প্রধানমন্ত্রী বেশ কিছু ঘোষণা করেছেন নয়াদিল্লিতে। এই ঘোষণাগুলির মধ্যে গুরুত্বপূর্ণ ছিল লোন সংক্রান্ত ঘোষণা| এক কোটির কাছাকাছি লোনের আবেদন গৃহীত হবে মাত্র ৫৯ মিনিটে, তার জন্য একটি নতুন পোর্টালের সূচনা করা হবে বলে জানিয়েছেন তিনি| এছাড়াও কোম্পানি বিষয়ক আইনে বদলি, শ্রম আইন থামানো, পরিবেশ বিষয়ক আইন সরলীকরণ করার কথা ঘোষণা হয়েছে। তিনি আরো জানিয়েছেন যে জিএসটির আওতায় থাকা সংস্থাগুলি দুই শতাংশ ছাড় পাবে লোন নিতে গেলে| এছাড়াও আমদানি করতে গেলেও সুদে ৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে| সব মিলিয়ে বলা যায় তিনি ছোট ও মাঝারি শিল্পের জন্য নিজ সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান ঘোষণাগুলির মাধ্যমে|