সুস্থ জীবন পেতে যত্ন নিন লিভারের

আমাদের শরীরের দ্বিতীয় গুরুত্বপূর্ণ অঙ্গ লিভার বা যকৃৎ। বিপাকক্রিয়ায় শরীরের ভারসাম্য বজায় রাখে এই অঙ্গ।  শর্করা, ভিটামিন, খনিজ লবণ জমা থাকে এখানে। লিভার পিত্ত নামে পরিচিত একটি পদার্থ তৈরি করে, যা খাদ্য হজমে সাহায্য করে এবং শরীর থেকে বর্জ্য পদার্থ ও টক্সিন বের করে দেয়। এছাড়াও লিভার শরীরের অন্যান্য অংশে রক্ত ​​পরিবহনে সাহায্য করে। সুস্থ লিভার সুস্থ শরীরের প্রথম শর্ত।

বিপাক সমস্যায় ব্যাঘাত আসে লিভারের কাজ ব্যাহত হলে। ত্বক থেকে শুরু করে অন্যান্য অঙ্গ প্রভাবিত হয়। অনেক সময় লিভারের রোগ প্রাথমিক পর্যায়ে বোঝা যায় না। পরে লক্ষণ ধরে পড়লে চিকিৎসায় দেরী হয়ে যায়। জন্ডিস, হেপাটাইটিস বি,  লিভার ক্যান্সার, হেপাটাইটিস সি, হেপাটাইটিস ডি, হেপাটাইটিস ই, লিভার সিরোসিস, ফ্যাটি লিভার-এর মতো রোগ দেখা দেয়।

অতিরিক্ত তেলজাতীয় পদার্থ, জাঙ্ক ফুড, মশলাদার খাবার, দীর্ঘমেয়াদী মদ্যপান লিভারকে ক্ষতিগ্রস্থ করে। অতিরিক্ত চিনি, ফ্রুকটোস জাতীয় কর্ন সিরাপ লিভারের জন্য ক্ষতিকর।

লিভারের সবচেয়ে সাধারণ রোগগুলির মধ্যে একটি জন্ডিস। চোখ ও ত্বক হলুদ হয়ে যায়। সঠিক সময়ে জন্ডিসের চিকিৎসা না করা হলে এই রোগ জটিল হয়ে ওঠে।

হেপাটাইটিস বি এবং সি লিভারের ভয়ানক শত্রু। সিরোসিস ও ক্যানসারের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হেপাটাইটিস বি এবং সি ছড়ায় মূলত রক্ত, লালা ইত্যাদির মাধ্যমে।

পাঁজরের একটু নীচে, পেটের ডান দিকে ব্যথা , সারাক্ষণ বমি বমি ভাব, খাওয়া-দাওয়ায় হঠাৎ অনীহা, খাবার খেতে ইচ্ছেই করছে না, এসবও যকৃতের সমস্যার লক্ষণ হতে পারে। এমন লক্ষণ দেখা গেলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

পেটের নিচের অংশ ফোলা, গায়ের চামড়া কোনও জায়গায় খুব শুষ্ক হয়ে যাওয়া, চামড়ার খোসা ওথা-এসবও যকৃতের সমস্যার লক্ষণ হতে পারে।

যকৃতের সংক্রান্ত সমস্যা এবং যে কোনও অসুস্থতার জন্য যোগাযোগ করা যায় আনন্দলোক হসপিটালে (Anandalok Hospital)। চিকিৎসার জন্য তথ্য পাবেন চিকিৎসা প্রতিষ্ঠানের ওয়েবসাইট এবং হেল্পলাইনে

এটা শেয়ার করতে পারো

...

Loading...