Liver Cancer Detection: লিভার ক্যানসার চিহ্নিত করার নতুন যন্ত্র আবিষ্কার করলেন ছত্তীসগঢ়ের দুই ছাত্র

লিভার ক্যানসার চিহ্নিত করার নতুন যন্ত্র আবিষ্কার করলেন ছত্তীসগঢ় আরকে সারদা বিদ্যামন্দিরের দুই ছাত্র। এই দুই ছাত্রের নাম আরভ জৈন ও জয় জাডওয়ানি। তাদের মতে, এই যন্ত্র সিটি স্ক্যানের মাধ্যমে খুব সহজেই ক্যানসার রোগকে চিহ্নিত করতে পারবে।

 

হাইলাইটসঃ
১। লিভার ক্যানসার চিহ্নিত করার নতুন যন্ত্র আবিষ্কার করলেন দুই ছাত্র
২। এই দুই ছাত্রের নাম আরভ জৈন ও জয় জাডওয়ানি
৩। ছত্তীসগঢ়ের স্বাস্থ্য দফতর যন্ত্রটিকে পরীক্ষা করেছে

 

যকৃতে মূলত দু’ধরনের ক্যানসার হয়। একটি ‘প্রাইমারি লিভার ক্যানসার’ বা ‘হেপাটোসেলুলার (এইচসিসি) ক্যানসার’ ও অন্যটি ‘সেকেন্ডারি লিভার ক্যানসার’ বা ‘মেটাস্ট্যাটিক লিভার ক্যানসার’। প্রাইমারি লিভার ক্যানসারে ক্যানসার সরাসরি লিভারে হয় ও সেকেন্ডারি লিভার ক্যানসারে শরীরের অন্য কোনও অঙ্গ-প্রত্যঙ্গে ক্যানসার বাসা বাঁধে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ক্যানসার চিহ্নিত করা জটিল ও ব্যায়সাপেক্ষ। লিভারে গভীর ক্ষত বা সিরোসিসকেও ক্যানসার ভেবে ভুল করেন অনেকে। সে ক্ষেত্রেও যন্ত্রটি নির্ভুল ভাবে ক্যানসার ধরতে পারবে বলেই দাবি তাদের।

কিন্তু আরভ জৈন ও জয় জাডওয়ানি –র মতে এই যন্ত্রটি কেবল মাত্র সিটি স্ক্যানের মাধ্যমেই খুব কম সময়ে ও খরচে ক্যানসার চিহ্নিত করতে পারবে। যন্ত্রটির সুরক্ষা ব্যবস্থা পাকা করতে ছত্তীসগঢ়ের স্বাস্থ্য দফতরের তরফ থেকে যন্ত্রটিকে পরীক্ষা করা হয়েছে। সাত জন চিকিৎসক ও দু’জন কম্পিউটার ইঞ্জিনিয়ার যন্ত্রটিকে নিরাপদ বলে জানিয়েছেন।

কিন্তু শুধুমাত্র ক্যানসার চিহ্নিতকরণ নয়, এই রোগকে গোড়া থেকে নির্মূল করার বিষয়েও নতুন পদ্ধতির আবিষ্কার নিয়ে আশাবাদী আরভ ও জয়। তাঁরা জানিয়েছেন, ক্যানসার নির্মূল করার জন্য কেমোথেরাপি, রেডিয়োথেরাপি অনেক যন্ত্রণাদায়ক। এছাড়া, রেডিয়োথেরাপির অনেক পার্শ্বপ্রতিক্রিয়াও আছে। তাই তাঁদের পরবর্তী পদক্ষেপ ছোট ছোট রোবট বা ‘ন্যানোবট’ তৈরি করা। এটি শরীরে ঢুকে ক্যানসার কোষগুলিকে নষ্ট করবে।

বর্তমানে ন্যানোবট নিয়ে অনেক জায়গাতেই গবেষণা হচ্ছে। সম্প্রতি ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের গবেষকেরা ন্যানো রোবট তৈরি করেছেন। গবেষকদের দাবী, এই রোবট ইঁদুরের ক্যানসার কোষকে মেরে ফেলতে সক্ষম। এই ন্যানো রোবটটিকে স্তন ক্যানসারের টিউমার ও ইঁদুরের দেহে প্রবেশ করিয়ে পরীক্ষা করেছেন গবেষকেরা। যেখানে দেখা গেছে, সক্রিয় ন্যানো রোবটটি ইঁদুরের দেহে টিউমারের বৃদ্ধি ৭০ শতাংশ পর্যন্ত কমিয়ে দিতে সক্ষম হয়েছে। তবে এখনই এই নিয়ে গবেষণা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...