জীবিকা সংস্থানের প্রকল্প যুবশ্রী অর্পণ

জীবিকা সংস্থানের নতুন প্রকল্প 'যুবশ্রী অর্পণ'। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায় বেকার অথচ শিক্ষিত যুব সমাজের জীবিকা সংস্থানের জন্য ঘোষণা করলেন 'যুবশ্রী অর্পণ' প্রকল্পটি। সম্প্রতি হাওড়ার আরুপাড়ায় রাজ্যের প্রথম হিন্দি বিশ্ববিদ্যালয়ের  ভিত্তি প্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী। একই দিনে ১৩০০ কোটি টাকার একাধিক সরকারি প্রকল্পের শুভ সূচনা ও শিলান্যাস করেন তিনি। অনুষ্ঠানে মমতা জানিয়েছেন আইটিআই, পলিটেকনিকে উত্তীর্ণদের ভিতর যারা ব্যবসা শুরু করতে চাইছে বা অন্যান্য ভাবে স্বাবলম্বী হতে চাইছে তাদের জন্যই যুবশ্রী প্রকল্পের পরবর্তী পর্ব যুবশ্রী অর্পণ। ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তরের আওতায় এই ধরনের যুবক -যুবতীদের আর্থিক সাহায্য দিয়ে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দিতে চায় সরকার। এই প্রকল্প বাস্তবায়নে ৫০ হাজার বেকার যুবক-যুবতীকে মাথাপিছু ১,০০,০০০টাকা করে প্রদান করবে সরকার

যুবশ্রী অর্পণ প্রকল্প ঘোষণা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়  বলেছেন বাংলার কর্মহীন যুবকদের ১ লক্ষ টাকা করে ভাতা দেওয়া হবে যাতে তারা ব্যবসা করতে পারে। মিনিস্ট্রি অফ মাইক্রো, স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজের (এমএসএমই) আওতায় ৫০ হাজার যুবক যুবতীকে দেওয়া হবে এককালীন যুবশ্রী অর্পণ অনুদান। শিক্ষা থাকা সত্বেও যারা আর্থিক সামর্থের অভাবে নিজেদের ব্যবসা শুরু করে স্বাবলম্বী হতে পারছেনা, এই ভাতা র সাহায্যে তারা জীবিকার সংস্থান করতে পারবে বলে আশা রাখছেন মুখ্যমন্ত্রী মমতা। সভায় তিনি আরো উল্লেখ করেন বাংলা বাকি সব রাজ্যের থেকে কর্মসংস্থানে এগিয়ে রয়েছে। রাজ্যে কর্মসংস্থানের মাত্রা বেড়েছে ৪০শতাংশ  একশো দিনের কর্মক্ষমতার পর্যবেক্ষণে এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। তাই এবারে এই প্রকল্পের মাধ্যমে আরো বেকার যুবক-যুবতী নিজেদের স্বপ্নপূরণ করতে পারবে বলে মনে করা হচ্ছে|  

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...