গান শোনাবে রোদ চশমা

আপনি কি সানগ্লাস পরতে পছন্দ করেন?  রোদের হাত থেকে চোখকে বাঁচাতে অথবা জাস্ট ফ্যাশন ফিয়েস্তা-সে আপনি যাই হোন না কেন, যদি সানগ্লাস পরা আপনার ড্রেস কোড-এর একটি বিষয় হয়ে থাকে, তাহলে আপনার জন্য একটা নতুন চমক রয়েছে।গান শোনা যাবে রোদ চশমায়। গান শোনানোর  ফিচারের সাথে ফোন রিসিভ করা বা কল করার সুযোগও থাকছে এই সানগ্লাসে। ২০১৯ এর শুরুতেই অভিনব এই সানগ্লাস কে নিয়ে বাজারে আসছে একটি বিখ্যাত সংস্থা।

 গান শোনানো এই সান গ্লাসে থাকছে হাই ফাংশনাল স্পিকার। চশমার দুই হাতলে থাকছে গান স্ট্রিমিং সুবিধা আর চশমার টেম্পলে থাকবে স্পিকার। ব্লু টুথ কানেক্ট করলেই পাওয়া যাবে একের পর এক স্মার্ট সুবিধাগুলো। স্মার্ট ফিচার্সগুলো ছাড়া এই রোদ চশমায় ৯৯ শতাংশ ইউভিএ, ইউভিবি প্রোটেকশন পাওয়া যাবে ব্যবহারকারীদের। ভ্রমণকারীদের জন্য স্পেশাল ফিচার রাখা থাকছে এই রোদ চশমায়- গুগল ম্যাপে চোখ রেখে পথের হদিশ না নিতে চাইলে কানে কানেই পথের গলি বলে দেবে রোদ চশমা

    গোলাকার আকৃতির এই ফ্রেমের ওজন হতে পারে ৪৫ গ্রামের মত। এই স্মার্ট সানগ্লাস রেগুলার চার্জিং এ প্রায় ১২ ঘন্টার মত সার্ভিস দিতে পারবে ব্যবহারকারীদের। ভারতীয় মুদ্রায় এই মূল্য হতে পারে ১৫০০০ টাকা। কি, জানলেন তো নতুন সানগ্লাসের ব্যাপারে? তাহলে দেরি না করে প্ল্যান করে ফেলুন এই সানগ্লাস কেনার।

এটা শেয়ার করতে পারো

...

Loading...