ঠোঁটের রং বদলে গেলে সচেতন হোন

বদলে গিয়েছে ঠোঁটের রং। ঠোঁটের ত্বকের স্বাভাবিক রং বদলে গিয়ে কালচে। ঠোঁটের ওপরে ঘা-ফুসকুড়ি কিছুতেই সারছে না। অনেকদিন ধরে যদি এইসব সমস্যায় কেউ ভোগে তাহলে কখনই তা হালকাভাবে নেওয়া উচিত নয়। হতেই পারে এই বদল ঠোঁটের ক্যানসারের প্রাথমিক লক্ষণ।

অনিয়ন্ত্রিত ধূমপান, মদ্যপান, প্রচুর পরিমানে তামাকজাত দ্রব্য সেবন করলে ঠোঁটের ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা যেতে পারে। সূর্যের অতিবেগুনি রশ্মি ঠোঁট ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দেয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব ডেন্টাল অ্যান্ড ক্র্যানিওফেসিয়াল রিসার্চ সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী,  মুখের ক্যানসারের ক্ষেত্রে বড় ভূমিকা থাকে তামাক ও অতিরিক্ত অ্যালকোহল সেবনে। ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের মত অনুযায়ী, অধূমপায়ীদের চেয়ে ধূমপায়ীদের মুখের ক্যানসার হওয়ার সম্ভাবনা ১০ গুণ বেশি। যেহেতু ঠোঁট মুখেরই একটি অংশ, সেহেতু তামাক ও অ্যালকোহল সেবনে ঠোঁট ক্যানসারের আক্রান্ত হওয়ার আশঙ্কাও এভাবেই থেকে যায়। 

ঠোঁটের ক্যানসারের লক্ষণ

 

ঠোঁটে হঠাৎ ক্ষত ও মাংসপিন্ড দেখা দিলে, এবং দীর্ঘদিন যদি সেটি আর না সারে তবে চিকিৎসকের শরানাপন্ন হওয়া উচিত।

ঠোঁটে অস্বাভাবিক ধরনের লাল বা সাদা ছোপ লক্ষ্য করা যায়।

ঠোঁট ও চোয়াল সংলগ্ন অংশে ব্যথা হয়।

দাঁত ও চিবুকে ব্যথা

মুখে দীর্ঘস্থায়ী ব্যথা

 

ঠোঁট ক্যানসারের চিকিৎসা

সার্জারি, রেডিয়েশন থেরাপি এবং কেমোথেরাপির মাধ্যমে ঠোঁট ক্যানসারের চিকিৎসা করা যায়। অন্যান্য চিকিৎসা, যেমন- টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি ও জিন থেরাপিও প্রয়োজন হতে পারে। অন্যান্য ক্যানসার চিকিৎসার মতো ঠোঁট ক্যানসারও তার মাত্রা বা পর্যায়ের ওপর ভিত্তি করে চিকিৎসা করা হয়।

সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট  দেশের অন্যতম সেরা ক্যানসার চিকিৎসা কেন্দ্র। একখানকার ওঙ্কলজি বিভাগে আধুনিকতম পদ্ধতিতে ক্যানসার নিরাময় করা হয়। আছেন বিশেষজ্ঞ চিকিৎসক টিম। মুখ গহ্বর ও মুখ সংক্রান্ত ক্যানসারের চিকিৎসাতেও যথেষ্ট সুনাম। চিকিৎসা সংক্রান্ত বিশদ তথ্য মেলে  সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ওয়েবসাইটে

এটা শেয়ার করতে পারো

...

Loading...