সম্প্রতি শেষ হযেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। পুজো শেষ হলেও কাটেনি উৎসবের আমেজ। আজও রাস্তার ধারে পুজো কমিটির ব্যানার দেখলে কোথাও যেন বিশন্নতায় ভোরে ওঠে মনটা। সেই বিশন্নতা কিছুক্ষণের জন্য কাটাতে দক্ষিন কলকাতার দেশপ্রীয় পার্কে এক বিজয়া সম্মেলনীর আয়োজন করে লায়ন্স ক্লাব ইন্টার ন্যাশনাল ডিস্ট্রিক ৩২২বি ২। ‘লায়ন্স বিজয়া সম্মেলনী’ নামে এই অনুষ্ঠানে সেরা দুর্গাপুজোর পুরস্কার তুলে দেওয়া হয় বিভিন্ন পূজা কমিটির হাতে। সেরা প্রতীমা, সর্বশ্রেষ্ঠ থিম ও শ্রেষ্ঠ থিমের মত বিভিন্ন বিভাগে রাজ্যের বেশ কিছু পূজা কমিটির হাতে তুলে দেওয়া হয় এই পুরস্কার। যার মধ্যে রয়েছে চালতাবাগান, চেতলা অগ্রণী, আহিরিটোলা, ত্রীধারা-র মত বিভিন্ন বিখ্যাত পুজোগুলি। গণেশ বন্দনা দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। তাছাড়াও ছিল ঢাকের তালে তালে ধুনুচি নাচ। দর্শকদের মনেরঞ্জনের ছিল নৃত্যানুষ্ঠান আর গেম শো। এই সুন্দর অনুষ্ঠানের সাক্ষি ছিল ‘সংকল্প’, প্রিন্ট মিডিয়া পার্টনার ‘রাজস্থান পত্রিকা’ ও ইলেকট্রনিক মিডিয়া পার্টানার ‘জিয়ো বাংলা। ডিস্ট্রিক ৩২২বি২-র গোভার্নার কিশন পোদ্দার, ভাইস ডিস্ট্রিক গোভার্নার সুধা জ্যায়েওয়াল, ক্যাবিনেট সছিব কিশন কুমার আগ্রওয়াল, ক্যাবিনেট কোষাধক্ষ আন্ন্দ কুমার জেইন, ও আরজে রাকেশের উপস্থিতি আরো জমজমাট করে তুলেছিল এই বিজয়া সম্মেলনী অনুষ্ঠান।