বার্সেলোনায় তাঁর সতীর্থ লুইজ সুয়ারেসের বিবাহবার্ষিকীতে নিজের ফ্রি কিকের গোলের রহস্য ফাঁস করলেন মেসি নিজেই। লুইজ সুয়ারেসের বিবাহবার্ষিকীতে এক ফ্রেমে দেখতে পাওয়া যায় মেসি, সুয়ারেস ও নেইমারকে। এরপরেই জল্পনা ছড়িয়েছে আগামী জানুয়ারির ট্রান্সফার উইন্ডোয় নেইমারের বার্সেলোনা ফিরে আসার জল্পনা।
ফ্রি কিক থেকে এখনও অবধি মেসি ৫২টি গোল করেছেন। যার মধ্যে এই মরসুমে ৪টি গোল রয়েছে ফ্রি কিক থেকে। ফ্রি কিক থেকে এত ভাল গোল করেন কিভাবে তা জানতে চাইলে মেসি বলেন ফ্রি কিক নেওয়ার সময় আমি গোলকিপারের মুভমেন্ট পর্যবেক্ষণ করি। গোলকিপার কিভাবে দাঁড়াচ্ছে বা তার সামনে কিভাবে সে খেলোয়াড়দের প্রাচীর তৈরি করছে তা লক্ষ্য রাখি আমি। এমনকি ফ্রি কিকের সময় গোলকিপার এগিয়ে আসছে না এক জায়গায় দাড়িয়ে রয়েছে তাও লক্ষ্য রাখেন মেসি। সব কিছু খুঁটিয়ে দেখেই তারপর শট মারতে যায় মেসি। এভাবেই প্র্যাক্টিস করতেও দেখা যায় তাঁকে। এর ফলেই মেসির ফ্রি কিকে উন্নতি হয়েছে বলে মানা হয়।